১৯ ঘণ্টায় সন্ধান মেলেনি ড্রেনে পড়ে নিখোঁজ ১০ বছরের শিশু আলিফের

১৯ ঘণ্টায় সন্ধান মেলেনি ড্রেনে পড়ে নিখোঁজ ১০ বছরের শিশু আলিফের
চট্টগ্রামে ড্রেনে পড়ে নিখোঁজ ১০ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী আলিফের সন্ধানে অভিযান চলছে | ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় খোলা ড্রেনে পড়ে নিখোঁজ ১০ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থীর এখনো সন্ধান পাওয়া যায়নি।

আজ সকাল সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

গতকাল বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ড্রেনে উদ্ধার অভিযান শুরু করে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বাকলিয়ার সৈয়দ শাহ সড়কের মাদ্রাসা থেকে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়। আশঙ্কা করা হয়, মো. আলিফ নামে ওই শিক্ষার্থী ছাদ থেকে খোলা ড্রেনে পড়ে গেছে।

১৯ ঘণ্টায় সন্ধান মেলেনি ড্রেনে পড়ে নিখোঁজ ১০ বছরের শিশু আলিফের
চট্টগ্রামে ড্রেনে পড়ে নিখোঁজ ১০ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী আলিফের সন্ধানে অভিযান চলছে | ছবি: সংগৃহীত

তার স্বজন মঙ্গলবার রাতে ও বুধবার সকালে আত্মীয়দের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেন। তবে কোথাও আলিফকে পাওয়া যায়নি। এরপর আলিফের অভিভাবক পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম ডেইলি স্টারকে বলেন, 'আলিফ আজিজিয়া তদবিরুল কুরআন মাদ্রাসার হেফজ শ্রেণির আবাসিক শিক্ষার্থী। সিসিটিভি ফুটেজে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ছেলেটিকে সিঁড়ি দিয়ে ৭ তলা ভবনের ছাদে উঠতে দেখা গেছে। তবে তাকে ছাদ থেকে নামতে দেখা যায়নি। ছাদে ওঠার পর মাদ্রাসা ভবনের কোথাও বা তাকে কেউ ছাদ থেকে নামতে দেখেনি।'

তিনি আরও বলেন, 'মাদ্রাসার কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করেছিলেন যে, ছেলেটি কর্তৃপক্ষকে না জানিয়ে কোনোভাবে মাদ্রাসা থেকে বেরিয়ে গেছে। সেই কারণে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলে আলিফ বাড়িতে যায়নি।'

'তবে তারা আলিফের খোঁজ করতে শুরু করেন,' বলেন আব্দুর রহিম।

১৯ ঘণ্টায় সন্ধান মেলেনি ড্রেনে পড়ে নিখোঁজ ১০ বছরের শিশু আলিফের
চট্টগ্রামে ড্রেনে পড়ে নিখোঁজ ১০ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী আলিফের সন্ধানে অভিযান চলছে | ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, 'কর্তৃপক্ষও আশঙ্কা করেন, আলিফ ছাদ থেকে মাদ্রাসা লাগোয়া খোলা ড্রেনে পড়ে গিয়ে থাকতে পারে।'

যোগাযোগ করা হলে আলিফের মামা জয়নাল আবেদীন রাসেল জানান, '১ বছর আগে আলিফকে ওই মাদ্রাসায় ভর্তি করা হয়। ২৪ আগস্ট আলিফ ছুটিতে বাড়িতে গিয়েছিল। ২৮ আগস্ট সে আবার মাদ্রাসায় ফেরে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর আড়াইটার দিকে আলিফ ছাদে মেলে দেওয়া কাপড় নিতে গিয়েছিল। পরবর্তীতে কেউ তাকে নামতে দেখেনি।'

'মঙ্গলবার সন্ধ্যায় তারা আমাদের জানায় যে, আলিফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমরা আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিতে শুরু করি। কিন্তু কোথায় তাকে পাওয়া যায়নি,' বলেন জয়নাল।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago