চট্টগ্রামে খালে পড়ে ২ শিশু নিখোঁজের খবরে ডুবুরিদলের অভিযান
বন্দরনগরী চট্টগ্রামের চাক্তাই খালে পড়ে দুই শিশু নিখোঁজের খবর পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানতে পেরেছে।
খবর পেয়ে নিখোঁজ দুই শিশুকে খুঁজতে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরিদল অভিযান চালাচ্ছে।
চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি বলেন, 'চাক্তাই খালের স্লুইস গেটের কাছে গোসল করতে গিয়ে ১০ বছর বয়সী দুই শিশু নিখোঁজের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আমাদের ডুবুরিরা নিখোঁজ শিশুদের খুঁজছে।'
বিষয়টি কীভাবে জানলেন জানতে চাইলে জসিম বলেন, বাকালিয়া থানা থেকে তাদের জানানো হয়েছে।
তবে কোনো প্রত্যক্ষদর্শীর সঙ্গে তারা কথা বলতে পারেননি বলেও জানান জসিম উদ্দিন।
যোগাযোগ করা হলে, বাকালিয়া থানার সহকারী উপপরিদর্শক সাদ্দাম হোসেন ডেইলি স্টারকে বলেন, 'ঘটনাস্থলে কয়েকজন জানায়, কেউ তাদের বলেছে যে খালে গোসল করতে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়েছে।'
'তারা বলেছে যে প্রথমে একজন খালের স্রোতে ভেসে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে আরেকজনও ভেসে যায়,' বলেন তিনি।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, নিখোঁজ শিশুদের পরিবারের কেউ তাদের খুঁজতে আসেনি।
জসিম উদ্দিন বলেন, 'ঘটনা সত্য কি না, জানি না। তবে আমাদের ডুবুরিরা খোঁজ নিচ্ছেন।'
Comments