মূল্য তালিকা না থাকায় ২ ডাব বিক্রেতার জরিমানা

চট্টগ্রাম
স্টার অনলাইন গ্রাফিক্স

মূল্য তালিকা না থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ২ ডাব ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আকতার এই জরিমানা করেন।

নাসরিন আকতার বলেন, 'মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা ছাড়া ডাব বিক্রি অপরাধে রাইসা মেডিকেল হলকে ৩০ হাজার টাকা ও হৃদয় নামে এক ডাব ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।'

এ ছাড়া, অবৈধভাবে আমদানিকৃত পণ্য বিক্রির অপরাধে চকবাজারের ফুলকলি সুইটসকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Public Service Act: Ordinance out amid Secretariat protests

The government last night issued an ordinance allowing dismissal of public servants for administrative disruptions within 14 days and without departmental proceedings.

6h ago