আ. লীগের জন্য ভোট চাওয়া সেই ওসিকে প্রত্যাহার

শোক দিবসের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ওসি শ্যামল চন্দ্র ধর। ছবি: ভিডিও থেকে নেওয়া

জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধরকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে নেওয়া হয়েছে।

আজ শুক্রবার রাত পৌনে ৯টার দিকে জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, 'শোক দিবসের অনুষ্ঠানে ওসির আওয়ামী লীগের পক্ষে কাজ করার বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

গত ১৫ আগস্ট দেওয়ানগঞ্জ পৌরসভার আয়োজনে শোক দিবসের আলোচনা সভায় ওসি শ্যামল চন্দ্র সবাইকে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, 'সামনে নির্বাচন আসছে। আমরা দলের জন্য কাজ করি, যেন আমরা পুনরায় আওয়ামী লীগ সরকারকে বিপুল ভোটে জয়ী করতে পারি।' 

ওসির এ বক্তব্যের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেলে আলোচনা-সমালোচনা তৈরি হয়।

এরপর আজ তাকে প্রত্যাহার করা হলো। 

প্রত্যাহারের বিষয়ে মন্তব্য জানতে ওসি শ্যামল চন্দ্রের মোবাইল ফোনে শুক্রবার রাতে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

দেওয়ানগঞ্জ থানা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৮ জুলাই দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি হিসেবে যোগ দেন শ্যামল চন্দ্র ধর। এর আগে ২০২০ সালের অক্টোবর মাস থেকে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 

 

Comments

The Daily Star  | English

At least 62 dead, two rescued in South Korea plane crash

Bird strike, adverse weather likely caused fatal S. Korea plane crash: fire chief

3h ago