যতবার সিনেমাটি দেখেছি, ততবার চোখের পানি ফেলেছি
সানজিদা প্রীতি ২১ বছর ধরে মঞ্চ নাটকে অভিনয় করছেন। অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন। তার অভিনীত নতুন সিনেমা '১৯৭১ সেই সব দিন' মুক্তি পেয়েছে সম্প্রতি। এই সিনেমায় অভিনয় করে প্রশংসায় ভাসছেন তিনি। এর আগে তার অভিনীত 'মৃধা বনাম মৃধা' সিনেমায় অভিনয় করেও দর্শকদের ভালোবাসা অর্জন করেন ।
সম্প্রতি দেশের সুপরিচিত নাট্যদল প্রাচ্যনাটের সদস্য সানজিদা প্রীতি কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
দ্য ডেইলি স্টার: আপনার অভিনীত '১৯৭১ সেই সব দিন' সিনেমাটি ১৮ আগস্ট মুক্তি পেয়েছে। কতবার দেখেছেন এটি?
সানজিদা প্রীতি: মুক্তির পর এখন পর্যন্ত ৩ বার দেখেছি। ২৪ আগস্ট আবারও দেখার সম্ভাবনা রয়েছে। যতবার সিনেমাটি দেখেছি, ততবার চোখের পানি ফেলেছি। আসলে এটা তো মুক্তিযুদ্ধের সিনেমা। অনেক আবেগের গল্পের সিনেমা। যারা দেখছেন, কম বেশি চোখের পানি ফেলছেন। বোধকরি এটাই স্বাভাবিক। আমিও তাই করেছি, সিনেমাটি ৩ দেখেছি, প্রতিবারই চোখের পানি ফেলেছি ।
এই সিনেমায় অনেক গুণী শিল্পীরা অভিনয় করেছেন, তাদের সম্পর্কে বলুন?
সানজিদা প্রীতি : আসলেই সিনেমাটিতে অনেক গুণী অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন। অনেক গুণী শিল্পীদের সঙ্গে অভিনয় করার সুযোগ ঘটেছে । প্রত্যেকে যার যার অবস্থান থেকে ভালো করেছেন। সবার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে আমার। বিভিন্ন প্রজন্মের শিল্পীর আগমন ঘটেছে। সচরাচর এটা দেখা যায় না ।
বিন্তি চরিত্রে অভিনয় করেছেন,কেমন প্রশংসা পাচ্ছেন কাছের মানুষদের কাছ থেকে ?
সানজিদা প্রীতি: আমার বন্ধু-বান্ধব, কাছের মানুষ, স্বজন, পরিবারের সদস্যরা, সবাই খুব প্রশংসা করছেন। সবাই খুব ভালো বলছেন। সিনেমাটি মুক্তির আগে একটি গান রিলিজ দেওয়া হয়, 'যাচ্ছো কোথায়' শিরোনামে, যেখানে আমি আছি। ওই গানটি তুমুলভাবে সাড়া ফেলেছে সবার মাঝে। আমার অভিনীত চরিত্রের নাম বিন্তি।
নিজের অভিনয়ে কতটা তৃপ্ত?
সানজিদা প্রীতি: নিজের অভিনয়ের বিচার করা খুব কঠিন। সবসময় মনে হয় আরও ভালো করা দরকার। এটা আসলে দর্শকরা বিচার করবেন, যে কোনো শিল্পীর বেলায়। সবসময় মনে করি আরও ভালো করতে হবে।
১৯৭১ সালের সেই সময়ের একটি চরিত্রে অভিনয় কতটা চ্যালেঞ্জিং ছিল ?
সানজিদা প্রীতি : অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। কেননা পর্দায় ১৯৭১ তুলে ধরা এই সময়ে এসে অনেক কঠিন। তারপরও কঠিন কাজটি সুন্দরভাবে করেছেন পরিচালক হৃদি হক। এছাড়া আর্ট ডিরেক্টর, সেট ডিজাইনার থেকে শুরু করে সবার অবদান আছে। সবসময় ভাবতে হয়েছে ১৯৭১ সালের ভেতর দিয়ে যাচ্ছি।
আপনি তো মঞ্চেও নিয়মিত?
সানজিদা প্রীতি: ২১ বছর ধরে মঞ্চে অভিনয় করছি। এখনো মঞ্চে নিয়মিত আমি। আমার নাটকের দল প্রাচ্যনাট। চলতি সময়ে দলের 'আগুণযাত্রা' এবং 'অচলায়তন' নাটক দুটোতে অভিনয় করছি ।
Comments