ভোট চুরির প্রকল্পে নতুন সংযোজন আওয়ামী বিচারক লীগ: আমীর খসরু

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে একটি অবৈধ সরকার অবৈধভাবে দেশ পরিচালনা করছে। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে, এই রেজিমের ভোট চুরির প্রকল্পের মধ্যে কারা আছে? এর মধ্যে আছে, দুর্নীতিবাজ দুর্বত্ত রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, লুটেরা ব্যবসায়ী, আছে বাংলাদেশ আওয়ামী জাতীয় বিচারক লীগ। এটা নতুন এডিশন। ভোট চুরির প্রকল্পে নতুন সংযোজন আওয়ামী বিচারক লীগ।

বুধবার বিকেলে চট্টগ্রাম আদালতের ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের আইনজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এই সমাবেশ হয়।

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির একদফা দাবির সমর্থনে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট চট্টগ্রামের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

আমীর খসরু বলেন, 'যাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম চালাচ্ছে এর মধ্যে বিচারক লীগ নতুন সংযোজন। আমাদের একটি বিষয় বুঝতে হবে। সেটা হচ্ছে এই বিচারক লীগের ভূমিকা কী? বিচার বিভাগের যে নতুন অ্যাক্টর তারা নিজেদের আধা প্রকাশ করতে পারেন। আগে প্রকাশ না করে কাজ করেছেন, এখন নিজেদেরকে প্রকাশ করছেন। যে বার্তা জাতি পেয়েছে সেটা হচ্ছে সবচেয়ে বিবেচ্য বিষয়। বাংলাদেশে যারা ভোট চুরির প্রকল্পের মাধ্যমে জনগণের সাংবাধিক, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে টিকে আছে তার মধ্যে এই বিচারকলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।'

তিনি বলেন, 'সংবিধান বিচারককে দায়িত্ব দিয়েছে সংবিধান রক্ষা করার জন্য। দেশের মানুষের মৌলিক অধিকারের মধ্যে ভোটাধিকার হচ্ছে অন্যতম। ভোট হচ্ছে গণতন্ত্রের বাহক। ভোট ছাড়া কোনো গণতন্ত্র হতে পারে না। ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে, সাংবিধানিক অধিকার সে ভোটের মধ্যে প্রকাশ করে।'

লইয়ার্স ফ্রন্টের আহবায়ক সাবেক পিপি আবদুস সাত্তারের সভাপতিত্বে ও প্রধান সমন্বয়কারী জহুরুল আলমের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের কেন্দ্রীয় আহ্বায়ক জয়নুল আবেদীন, যুগ্ম আহবায়ক সুব্রত চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার, বাংলাদেশ ইসলামিক লইয়ার্স কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি জসীম উদ্দীন সরকার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী প্রমুখ।

Comments

The Daily Star  | English

Ending impunity for crimes against journalists

Though the signals are mixed we still hope that the media in Bangladesh will see a new dawn.

11h ago