হিলি দিয়ে ২ দিনে সাড়ে ৮ কোটি টাকার ভারতীয় পেঁয়াজ আমদানি

ফাইল ছবি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গত ২ দিনে সাড়ে ৮ কোটি টাকা মূল্যের প্রায় ১ হাজার ৮০০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে এসেছে।

গত ১৯ আগস্ট ভারত সরকারের ৪০ শতাংশ শুল্ক আরোপের পর সোমবার থেকে হিলি দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়।

হিলি স্থলবন্দরের অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, গত ২১ ও ২২ আগস্ট ৫৯টি ভারতীয় ট্রাকে এসব পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করে এবং টনপ্রতি পেঁয়াজের দাম ৪৮ হাজার টাকা।

আরও পেঁয়াজের ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছে বলে জানান তিনি।

তিনি বলেন, আমদানি করা পেঁয়াজ দ্রুত খালাস ও বাজারে সরবরাহ নিশ্চিত করতে বন্দর কর্তৃপক্ষ কাজ করছে।

ভারত রপ্তানি শুল্ক আরোপের পর স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে বলে জানিয়েছেন ডেইলি স্টারের দিনাজপুর সংবাদদাতা।

হিলি বাজারের খুচরা পেঁয়াজ ব্যবসায়ী আবু তাহের জানান, ভারতের রপ্তানি শুল্ক কার্যকর হওয়ার একদিন আগে তিনি প্রতি কেজি পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি করেছেন। কিন্তু, এখন তা প্রায় ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

দিনাজপুর শহরের রেলবাজারহাটের পেঁয়াজ ব্যবসায়ী রুহুল আমিন জানান, দেশি পেঁয়াজের দাম বেড়ে ১০০ টাকা হয়েছে, যা কয়েকদিন আগে ছিল ৮০ টাকা কেজি।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন অর রশীদ বলেন, শুল্ক বাড়ানোর পর আমদানিকারকরা প্রতি কেজিতে ৭ থেকে ৮ টাকা দাম বাড়াচ্ছেন।

তিনি মনে করেন, আমদানি করা পেঁয়াজ স্থানীয় বাজারে এলে ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ৫০-৫৫ টাকায় নেমে আসবে।


 

Comments

The Daily Star  | English

Drone crash triggers commotion on Ijtema ground, 40 injured

It was not immediately known how the drone fell or who it belonged to

28m ago