অগ্নি সংযোগের মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২০ জন খালাস

Gavel

রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে ২০১৩ সালে গাড়ি ভাঙচুর ও অটোরিকশায় অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় গতকাল ঢাকার একটি আদালত জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবসহ বিএনপির ২০ নেতাকর্মীকে খালাস দিয়েছে।

তবে আবুল কালাম আজাদ নামে একজন বিএনপি কর্মীকে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার ১৫ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। 

রায়ের পর আইনজীবী মহি উদ্দিন চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'তাদের হয়রানির জন্যই এই মামলা করা হয়েছিল। তাই তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।'

এর আগে, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক শেষ করে এবং আদালত মামলার অভিযোগকারীসহ প্রসিকিউশনের ১২ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করে।

মামলার এজাহারে বলা হয়, ২০১৩ সালের ১২ মার্চ হরতাল পালনের জন্য জুয়েল ও হাবিবসহ ৪০-৫০ নেতাকর্মী শিল্পকলা একাডেমির সামনে জড়ো হয়। একপর্যায়ে তারা বেশ কয়েকটি গাড়ি ও একটি অটোরিকশা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ৫ পুলিশ সদস্য গুরুতর আহত হন।

এ ঘটনায় জুয়েল, হাবিবসহ ৪৮ জনকে আসামি করে রমনা থানায় মামলা করে পুলিশ।
 

 

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

3h ago