জন্মদিনে আইয়ুব বাচ্চুর ‘১০০টা স্বপ্ন’ গানের গল্প

আইয়ুব বাচ্চু। ছবি: শাহরিয়ার কবির হিমেল/স্টার

৬ তারের জাদুকর আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গীতিকার ও সুরকার। আজ এই কিংবদন্তির জন্মদিন। বেঁচে থাকলে ৬২ বছরে পা রাখতেন এই রক লিজেন্ড।

আইয়ুব বাচ্চুর স্মৃতি স্মরণ করে তার অনেক শ্রোতাপ্রিয় গানের গীতিকার আসিফ ইকবাল দ্য ডেইলি স্টারকে বলেন, 'চট্টগ্রামে আইয়ুব বাচ্চু ভাইয়ের বাড়ি আর আমাদের বাড়ির দূরত্ব ছিল ৫ মিনিটের। প্রথম তার বাড়িতে আমাকে নিয়ে যান সৈয়দ মুনসুর। বাচ্চু ভাইয়ের কাছে আমার গানের ডায়রি দেওয়ার পর তিনি সেখান থেকে একটা গান পছন্দ করেন। শুভ্র ভোরে শিরোনামের সেই গানটি তার প্রথম একক অ্যালবাম ময়নায় আছে। এরপর গীতিকার হিসেবে আর আমাকে পেছন ফিরে তাকাতে হয়নি।'

তিনি বলেন, 'বাচ্চু ভাইয়ের আলোচিত একক অ্যালবাম কষ্ট। সেখানে বহুদূর যেতে হবে, অবাক হদয় ও ১০০টা স্বপ্ন শিরোনামে ৩টি গান আছে। ১০০টা স্বপ্ন গানে একজন গীতিকারের আশা ও স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প লিখেছিলাম। আমার ধারণা প্রতিটা গীতিকার প্রতি রাতে এমন ১০০টা স্বপ্ন দেখেন। তার গানটার কথার কী হবে, কেউ গাইবে নাকি গাইবে না—সেটাই লেখার চেষ্টা করেছিলাম। এই গানটা শ্রোতারা অনেক পছন্দ করে।'

'বাচ্চু ভাই একদিন আমাকে বলেছিলেন, "আমাকে তো দেখে রাখতে হবে, অনেক পড়াশোনা কর।" তার কথা মনে পড়লেই এই কথাটা বারবার মনে হয়। কেন এটা বলেছিলেন জানি না', যোগ করেন তিনি।

আসিফ ইকবাল। ছবি: শাহরিয়ার কবির হিমেল/স্টার

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরের এনায়েত বাজারে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। বাংলাদেশের ব্যান্ড সংগীতের এই শিরোমণি তার প্রথম গান প্রকাশ করেন 'হারানো বিকেলের গল্প' শিরোনামে। গানটির কথা লিখেছিলেন শহীদ মাহমুদ জঙ্গী। তার প্রথম একক অ্যালবাম 'রক্তগোলাপ' প্রকাশিত হয় ১৯৮৬ সালে।

১৯৭৮ সালে আইয়ুব বাচ্চু যোগ দেন 'ফিলিংস' ব্যান্ডে। এরপর ১৯৮০ সালে 'সোলস'র সঙ্গে শুরু হয় তার পথচলা। প্রায় এক দশক এই ব্যান্ডের সঙ্গেই ছিলেন তিনি।

'সোলস' ছাড়ার পর ১৯৯১ সালে গঠন করেন 'এলআরবি'। এলআরবির প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯২ সালে।

আইয়ুব বাচ্চুর একক অ্যালবামগুলো হচ্ছে—ময়না (১৯৮৮), কষ্ট (১৯৯৫), সময় (১৯৯৮), একা (১৯৯৯), প্রেম তুমি কি (২০০২), দুটি মন (২০০২), কাফেলা (২০০২), প্রেম প্রেমের মতো (২০০৩), পথের গান (২০০৪), ভাটির টানে মাটির গান (২০০৬), জীবন (২০০৬), সাউন্ড অব সাইলেন্স (২০০৭), রিমঝিম বৃষ্টি (২০০৮), বলিনি কখনো (২০০৯) ও জীবনের গল্প (২০১৫)।

এলআরবির অ্যালবামগুলো হচ্ছে—এলআরবি (১৯৯২), সুখ (১৯৯৩), তবুও (১৯৯৪), ঘুমন্ত শহরে (১৯৯৫), ফেরারী মন (১৯৯৬), স্বপ্ন (১৯৯৬), আমাদের (১৯৯৮), বিস্ময় (১৯৯৮), মন চাইলে মন পাবে (২০০০), অচেনা জীবন (২০০৩), মনে আছে নাকি নেই (২০০৫), স্পর্শ (২০০৮) ও যুদ্ধ (২০১২)।

আইয়ুব বাচ্চু ২০১৮ সালের ১৮ অক্টোবর ৫৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

Comments

The Daily Star  | English
explanations sought from banks for unusual USD rates

Explanations sought from 13 banks for higher dollar rate

BB issued letters on Dec 19 and the deadline for explanation ends today

3h ago