জাবিতে ইমেরিটাস অধ্যাপক, সুপারনিউমারারি অধ্যাপক ও বঙ্গবন্ধু চেয়ার চালুর সিদ্ধান্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইমেরিটাস অধ্যাপক, সুপারনিউমারারি অধ্যাপক ও বঙ্গবন্ধু চেয়ার নামে নতুন তিন পদ চালুর সিদ্ধান্ত হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শেষে সিন্ডিকেট সদস্য অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, 'আজকের সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ে নতুন ৩টি পদ চালুর প্রস্তাব পাস হয়েছে। এগুলো হলো-ইমেরিটাস অধ্যাপক, সুপারনিউমারারি অধ্যাপক ও বঙ্গবন্ধু চেয়ার।'

উল্লেখ্য, প্রতিষ্ঠার ৫২ বছর পার করলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এতদিন পর্যন্ত ইমেরিটাস অধ্যাপক পদটি ছিল না।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands. 

2h ago