নৌ-পুলিশের বিশেষ অভিযানে বালুবাহী ২৪ বাল্কহেড জব্দ, গ্রেপ্তার ৫০

নৌ-পুলিশের বিশেষ অভিযানে বালুবাহী ২৪ বাল্কহেড জব্দ, গ্রেপ্তার ৫০
নৌপুলিশের বিশেষ অভিযানে অবৈধ বালুবাহী ২৪টি বাল্কহেড জব্দ করা হয়েছে। ছবি: আলম পলাশ/স্টার

নৌ-পথ নিরাপদ রাখতে নৌ-পুলিশের বিশেষ অভিযানে গতকাল বুধবার থেকে আজ ভোর পর্যন্ত পদ্মা ও মেঘনায় অবৈধ বালুবাহী ২৪টি বাল্কহেড জব্দ করা হয়েছে।

এ সময় গ্রেপ্তার করা হয়েছে ৫০ জন বাল্কহেডের শ্রমিক-কর্মচারীকে। নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সফিকুল ইসলাম এ সব তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, কাগজপত্র না থাকায় ১৯টি বাল্কহেড মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

দেশের সাড়ে ছয় হাজার নৌ-পথকে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয় বলে জানান তিনি। 

তিনি জানান, বাল্কহেডের কারণে মুন্সীগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়। এছাড়া নৌ ডাকাতি, এসব দুর্ঘটনা এড়াতে নৌ-পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে নৌ পুলিশের আড়াইশ সদস্যসহ উপস্থিত ছিলেন চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, নারায়ণগঞ্জ নৌ-পুলিশ সুপার মিনা মাহমুদা, ফরিদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার আশিকুজ্জামান ও হেডকোয়ার্টারের নৌ পুলিশ সুপার আহাদুজ্জামান।

Comments

The Daily Star  | English

Extend tenure of Tk 200 crore stockmarket fund, BSEC urges BB

The commission also wants the fund dedicated for each bank to be increased to Tk 300 crore

46m ago