বিএসটিআইয়ে পরীক্ষক-পরিদর্শকসহ ৫৯ পদে চাকরির সুযোগ

বিএসটিআইয়ে পরীক্ষক-পরিদর্শকসহ ৫৯ পদে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ৫৯টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 

আগ্রহী প্রার্থীদের আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সমন্বয় কর্মকর্তা, প্রশাসন উইং

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম: পরীক্ষক (পরীক্ষণ) রসায়ন, রসায়ন পরীক্ষণ উইং

পদসংখ্যা: ৬টি

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন, মাইক্রোবায়োলজি, ফার্মাসি, অ্যাগ্রি কেমিস্ট্রি বিষয়ে প্রথম শ্রেণির, সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমতুল্য সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির, সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি, বিভাগ বা সমরূপ সিজিপিএ বা গ্রেড গ্রহণযোগ্য নয়।

বয়সসীমা: ৩০ বছর

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম: পরীক্ষক (পরীক্ষণ) ফুড অ্যান্ড ব্যাকটেরলজি, রসায়ন পরীক্ষণ উইং

পদসংখ্যা: ৫টি

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন, মাইক্রোবায়োলজি, ফার্মাসি, অ্যাগ্রি কেমিস্ট্রি বিষয়ে প্রথম শ্রেণি বা সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমতুল্য সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি বা কেমিক্যাল, ফুড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি, বিভাগ, সমরূপ সিজিপিএ, গ্রেড গ্রহণযোগ্য নয়।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম: পরীক্ষক (পরীক্ষণ) পুরকৌশল-পদার্থ, পদার্থ পরীক্ষণ উইং

পদসংখ্যা: ৪টি

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিকস বিষয়ে প্রথম শ্রেণি, সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি, সমতুল্য সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি বা সিভিল, মেকানিক্যাল, মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 
শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমরূপ সিজিপিএ বা গ্রেড গ্রহণযোগ্য নয়।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম: পরীক্ষক (পরীক্ষণ) ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, পদার্থ পরীক্ষণ উইং

পদসংখ্যা: ২টি

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স, অ্যাপ্লায়েড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিকস, কম্পিউটার সায়েন্স বিষয়ে প্রথম শ্রেণি বা সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি, সমতুল্য সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমরূপ সিজিপিএ বা গ্রেড গ্রহণযোগ্য নয়।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম: পরীক্ষক (পরীক্ষণ) টেক্সটাইল, পদার্থ পরীক্ষণ উইং

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমরূপ সিজিপিএ বা গ্রেড গ্রহণযোগ্য নয়।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম: পরীক্ষক (মান) পাট ও বস্ত্র, মান উইং

পদসংখ্যা: ২টি

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি, বিভাগ, সমরূপ সিজিপিএ বা গ্রেড গ্রহণযোগ্য নয়।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম: পরীক্ষক (মেট্রোলজি, ভৌত), মেট্রোলজি উইং

পদসংখ্যা: ৮টি

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিকস বা অ্যাপ্লাইড ফিজিকস অ্যান্ড ইলেকট্রনিকস বা কম্পিউটার সায়েন্স বা ম্যাথমেটিকস বা অ্যাপ্লাইড ম্যাথমেটিকস বিষয়ে প্রথম শ্রেণি বা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছরের স্নাতক (সম্মান) বা ৪ বছর মেয়াদি সিভিল বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বা কম্পিউটার বা বস্তু ও ধাতব কৌশল বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণি বা দ্বিতীয় শ্রেণি সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি, বিভাগ বা সমরূপ সিজিপিএ বা গ্রেড গ্রহণযোগ্য নয়।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম: পরীক্ষক (মেট্রোলজি, রসায়ন), মেট্রোলজি উইং

পদসংখ্যা: ৬টি

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বা ফলিত রসায়ন বা প্রাণ রসায়ন বিষয়ে প্রথম শ্রেণি বা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছরের স্নাতক (সম্মান) বা ৪ বছর মেয়াদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণি বা দ্বিতীয় শ্রেণি সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমরূপ সিজিপিএ বা গ্রেড গ্রহণযোগ্য নয়।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম: পরিদর্শক (মেট্রোলজি), মেট্রোলজি উইং

পদসংখ্যা: ২২টি

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স বা অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিকস, কম্পিউটার সায়েন্স, রসায়ন, ফলিত রসায়ন, বায়োকেমিস্ট্রি, ম্যাথমেটিকস বা অ্যাপ্লাইড ম্যাথমেটিকস বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমতুল্য সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি অথবা সিভিল, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, কম্পিউটার, কেমিক্যাল, বস্তু ও ধাতব কৌশল বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।

কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি, বিভাগ বা সমরূপ সিজিপিএ বা গ্রেড গ্রহণযোগ্য নয়।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম: পরিসংখ্যানবিদ, প্রশাসন উইং

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: অর্থনীতি বা গণিত বা হিসাববিজ্ঞান বা পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

পদের নাম: পরীক্ষক, প্রশাসন উইং

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা প্রকৌশলে স্নাতক ডিগ্রি।

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

বয়সসীমা: ৭ আগস্ট ২০২৩ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের জন্য ৩২ বছর। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদেরকে http://bsti.teletalk.com.bd/ হতে নির্ধারিত 'আবেদন ফরম' পূরণপূর্বক আবেদন করতে হবে
আবেদনের সময়সীমা।

অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৭ আগস্ট সকাল ১০টা।

অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ৫ সেপ্টেম্বর বিকেল ৫টা। 

আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করে ১-১০ নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৬০০ টাকা ও টেলিটকের চার্জ ৬৭ টাকাসহ মোট ৬৬৭ টাকা, ১১-১২ নম্বর ক্রমিকের পদের জন্য ৫০০ টাকা ও টেলিটকের চার্জ ৫৬ টাকাসহ মোট ৫৫৬ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্রের সব অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র গৃহীত হবে না। 

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bsti.teletalk.com.bd/ ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। উল্লেখ্য, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার সময় আলাদা কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার প্রবেশপত্র হিসেবে বিবেচিত হবে।  

গ্রন্থনা: আহমেদ হিমেল
 

Comments

The Daily Star  | English

Reform commission reports: Proposals seek to bring youths into JS

Reform commissions on the constitution and election process have both recommended measures that increase opportunities for the youth to run for parliament and become more involved in politics, sparking both hope and criticism.

9h ago