সিনেমার পাশাপাশি ওটিটিতেও অভিনয় করতে চাই: প্রিয় মনি

প্রিয় মনি
প্রিয় মনি

ঢাকাই সিনেমার এই জেনারেশনের নায়িকা প্রিয় মনি। 'কসাই' সিনেমায় নায়ক নিরবের বিপরীতে নায়িকা হিসেবে আর্বিভাব তার। শোবিজে আগমন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা দিয়ে। মুক্তির অপেক্ষায় আছে নতুন সিনেমা, উপস্থাপনাও করেছেন । সম্প্রতি পেয়েছেন ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ড।

সম্প্রতি দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন চিত্র নায়িকা প্রিয় মনি ।

কসাই সিনেমার পর আর আপনাকে নায়িকা হিসেবে দেখা যায়নি কেন?

প্রিয় মনি: 'কসাই' সিনেমাটির পরিচালক অনন্য মামুন। সিনেমার নায়ক ছিলেন নিরব। 'ভালোবাসার প্রজাপতি' নামে আরও একটি সিনেমা করেছি। এখনো মুক্তি পায়নি। এছাড়া একাধিক সিনেমায় অভিনয়ের কথা হচ্ছে। আশা করছি সামনে ভালো কিছু হবে।

ওটিটির কাজগুলো দেখেন?

প্রিয় মনি: দেখি। মন দিয়ে দেখি। ওটিটিতে বেশ ভালো কাজ হচ্ছে। দারুণ দারুণ গল্প নিয়ে কাজ হচ্ছে ওটিটিতে। সবগুলো দেখার চেষ্টা করি। সিনেমার পাশাপাশি ওটিটিতেও অভিনয় করতে চাই। সিনেমা ও ওটিটির মধ্যেই থাকতে চাই। আমার  টার্গেট সিনেমা। এটাই বেশি করতে চাই।

সম্প্রতি ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিয়েছেন, অভিজ্ঞতা কেমন হলো?

প্রিয় মনি: ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ড এবং ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড দুটোতেই অংশ নিয়েছি। ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ডে পুরস্কারও পেয়েছি। এটা আমার অল্প দিনের ক্যারিয়ারের বড় অর্জন। ওখানে পারফরমেন্সও করেছি। এভাবেই সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।

নায়িকা হওয়ার জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করছেন?

প্রিয় মনি: প্রচুর সিনেমা দেখি। অভিনয় দেখে অনেককিছু জানতে পারি, শিখতে পারি, বুঝতে পারি। শেখার তো শেষ নেই। নিয়মিত জিম করি। নিজেকে ফিট রাখি। চরিত্র হয়ে উঠার জন্য মানসিক ভাবে প্রস্তুত করি নিজেকে।

ঢালিউডের পছন্দের নায়িকা?

প্রিয় মনি: অনেকে। অনেক সিনিয়ররা আছেন যাদের অভিনয় মন ছুঁয়ে দেয়। ৯০ দশকের অনেকে আছেন। ১০ বছর আগের নায়িকারাও আছেন।

Comments

The Daily Star  | English

HMPV detected in Bangladesh

30-yr-old from Kishoreganj undergoing treatment

13m ago