সায়ন্তিকার সঙ্গে সিনেমার বিষয়ে কিছু জানি না: জায়েদ খান

জায়েদ খান-নিপুণ
জায়েদ খান। ছবি: স্টার

চিত্রনায়ক জায়েদ খান কলকাতার নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এমন কোনো সিনেমার বিষয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন জায়েদ খান।

এ বিষয়ে জানতে চাইলে জায়েদ খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার সঙ্গে সায়ন্তিকার সিনেমায় অভিনয় করার বিষয়ে কোনো আলোচনা হয়নি। সম্প্রতি আমি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছি। বর্তমানে গ্রামের বাড়িতে আছি।'

'এই নায়িকার সাথে অভিনয়ের বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানিনা। কিছু হলে সেটা জানাব,' বলেন তিনি।

ভারতীয় একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, তাজু কামরুল পরিচালিত সিনেমায় জায়েদ খানের বিপরীতে অভিনয় করবেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এর আগে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছেন। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত 'নকাব' ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন তিনি।

Comments

The Daily Star  | English

Manmohan Singh passes away at 92

Former Indian prime minister Manmohan Singh, the architect of India's economic reforms, passed away in New Delhi last night. He was 92.

1h ago