ডেঙ্গুতে মারা গেলেন ডা. আলমিনা দেওয়ান

ডা. আলমিনা দেওয়ান মিশু। ছবি: সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

৩৯তম বিসিএসে নিয়োগ পাওয়া ৩২ বছর বয়সী চিকিৎসক আলমিনা দেওয়ান মিশু গত ১ আগস্ট থেকে ঢামেকে আইসিইউতে ছিলেন।

ডেঙ্গু সংক্রমণ নিয়ে গত ২৬ জুলাই তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হলে তাকে ঢামেকে স্থানান্তর করা হয়।

ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে আলমিনা দেওয়ান মিশু মারা যান।'

তার মৃত্যুতে শোক জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Comments

The Daily Star  | English

Govt to announce recruitment of 22,000 officials today

Senior secretary of the Ministry of Public Administration will provide further details at a press conference around 1:00pm

Now