পদ্মার তীর রক্ষা কাজ দেখতে নদীতে নেমে ডুবুরি দলের প্রকৌশলী নিখোঁজ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ছোট বাহাদুরপুর এলাকায় পদ্মা নদীতে নেমে নিখোঁজ হয়েছেন ডুবুরি দলের প্রকৌশলী আমান উল্লাহ।
ডুবুরি দলের প্রকৌশলী আমান উল্লাহ। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ছোট বাহাদুরপুর এলাকায় পদ্মা নদীতে নেমে নিখোঁজ হয়েছেন ডুবুরি দলের প্রকৌশলী আমান উল্লাহ।  

তিনি খুলনার রূপসা উপজেলার দেয়াড়া গ্রামের খান রজব আলির ছেলে। 

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য দ্য ডেইলি স্টারকে বলেন, 'উপজেলার রামকৃষ্ণপুর থেকে গোপীনাথপুর পর্যন্ত ৪ কিলোমিটার পদ্মা নদীর তীর রক্ষার কাজ করছে এস কে ইমদাদুল হক অ্যান্ড জামিল ইকবাল কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কনসালটেন্ট ফার্মের ডুবুরি দলের প্রকৌশলী আমান উল্লাহ আজ দুপুর ১২টার দিকে নদীতে জিও ব্যাগ ঠিকমতো ফেলা হয়েছে কি না দেখার জন্য অক্সিজেন মাস্ক এবং ডুবুরির যাবতীয় সরঞ্জামসহ আরেক ডুবুরি মীর সাজ্জাদ হোসেনকে নিয়ে পানির নিচে যান। ১৫ মিনিট পর আমান উল্লাহ ভেসে উঠে সাহায্যের জন্য হাত উঁচু করলে নদীর পাড়ে থাকা অপর ডুবুরি জাহিদ পানিতে নামেন। কিন্তু ততক্ষণে আমান উল্লাহ পানিতে তলিয়ে যান। এরপর থেকে অন্যান্য ডুবুরিরা তাকে খুঁজতে থাকেন।'

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আমান উল্লাহর সন্ধান মেলেনি।

Comments

The Daily Star  | English
Dengue deaths in Bangladesh

Dengue: 7 dead, 860 hospitalised in a day

Seven more deaths were reported from dengue in 24 hours till this morning, raising the number of fatalities from the mosquito-borne disease in Bangladesh to 150 this year

40m ago