৭ অক্টোবর শাহজালালের তৃতীয় টার্মিনালের আংশিকের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২১ হাজার ৩৯৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আংশিকের উদ্বোধন করবেন।

আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ৭ অক্টোবর আংশিকের উদ্বোধন হলেও যাত্রীরা টার্মিনাল ব্যবহার করতে পারবেন ২০২৪ সালের শেষের দিক থেকে।

মফিদুর রহমান আরও বলেন, নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের প্রায় ৮২ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল উদ্বোধনের এর আগে ৯০ শতাংশ কাজ শেষ করব। আমরা আশা করছি আমাদের পরিকল্পনামাফিক কাজ শেষ হবে।

করোনা মহামারির সময়েও এই প্রকল্পের কাজ থেমে থাকেনি বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালে তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের উদ্বোধন করেন। জাপানের মিতসুবিশি ও ফুজিতা এবং কোরিয়ার স্যামসাংয়ের অ্যাভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি) এই টার্মিনালের নির্মাণকাজ করছে।

টার্মিনালটির নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৩০০ কোটি টাকা। এর মধ্যে ৫ হাজার কোটি টাকা বাংলাদেশ সরকার এবং বাকি অর্থ দিচ্ছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।

Comments

The Daily Star  | English

Secretariat employees protest against 'stricter' govt service law

From 9:30am, officers and staff started gathering in front of building no. 6 at the Secretariat's Badamtola.

37m ago