মুন্সিগঞ্জে ট্রলারডুবি: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

মুন্সিগঞ্জে ট্রলারডুবি
উদ্ধারকৃত মরদেহ নিয়ে আসছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জে পিকনিকের উদ্দেশ্যে বের হওয়া একটি ট্রলারডুবির ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। একজন অতিরিক্ত জেলা প্রশাসক এই কমিটির আহ্বায়ক। এই কমিটি ৩ কর্মদিবসের মধ্যে একটি প্রতিবেদন দেবে।'

এই ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত ২ শিশুসহ মোট ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুমন দেব।

তিনি বলেন, 'আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান এখনো চলছে। অভিযান শেষ হলে বিস্তারিত বলা যাবে।'

লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপাপ্ত) আব্দুল মতিন জানান, নিহত ৭ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন হ্যাপি আক্তার (২৮) ও তার বোন পপি আক্তার (২৬), রাকিব (১২) ও তার ভাই সাকিব (৮), মোকসেদা (৪০), সাজিবুল (৫) ও ফারিহান (১০)।

একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ডুবেছে ট্রলারটি।

সুমন দেব বলেন, 'বাল্কহেডটি জব্দ করা হয়েছে। তবে, এর চালকসহ কর্মীরা সবাই পালিয়ে গেছে।'

জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, 'আমরা নিহতদের স্বজনদের সরকারের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছি, যাতে দাফনের ব্যবস্থা করতে পারে। পরবর্তীতে কোনো আর্থিক সহযোগিতা লাগলে সেটাও আমরা বিবেচনায় রাখবো।'

 

Comments

The Daily Star  | English

Drone crash triggers commotion on Ijtema ground, 40 injured

It was not immediately known how the drone fell or who it belonged to

44m ago