দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু

নিহত সজিব বড়ুয়া। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে গুরুতর আহত সজিব বড়ুয়া নামে এক প্রবাসী বাংলাদেশি এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা আবস্থায় মারা গেছেন।

আহত সজিবকে জোহান্সবার্গের স্থানীয় একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। সেখানে গত শুক্রবার মারা যান তিনি।

সজিবের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির উপজেলার নানুপুরে। ২৪ জুন জোহান্সবার্গের বাংলাদেশি মালিকানাধীন একটি দোকানে ডাকাতির সময় পেশায় গাড়িচালক সজিবকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে ডাকাতরা।

বুড্ডিস্ট কমিউনিটি অব সাউথ আফ্রিকার সভাপতি শৈবাল বড়ূয়া জানান, সজিবের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। 

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ ও কেপটাউনসহ বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনায় মোট ৮ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।

Comments

The Daily Star  | English

Battery-run rickshaw drivers block Agargaon intersection

The blockade has led to traffic congestion, forcing vehicles to take alternative routes

Now