বৃষ্টি বাধা উপেক্ষা করে চলছে আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ

বৃষ্টি হলেও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের (বামে) ও নয়াপল্টনে বিএনপির সমাবেশে তা বাধা সৃষ্টি করতে পারেনি। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর নয়াপল্টন ও বায়তুল মোকাররম এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ চলছে বৃষ্টির মধ্যেই।

বিকেল ৩টার দিকে বৃষ্টি শুরু হলেও নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের মঞ্চে নেতাদের বক্তব্য দিতে দেখা যায়।

এদিকে, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের ৩ সংগঠন যুবলীগ-ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের 'শান্তি সমাবেশও' চলছিল বৃষ্টির মধ্যেই।

বৃষ্টির মধ্যেও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে চলছে আওয়ামী লীগের শান্তি সমাবেশ। ছবি: রাশেদ সুমন/স্টার

বৃষ্টি শুরু হলে দুই সমাবেশস্থলেই নেতাকর্মীরা প্রথমে কিছুটা হুড়োহুড়ি করে আশেপাশের সুবিধাজনক জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। পরে অবশ্য কিছুক্ষণের মধ্যেই তারা আবার সমাবেশস্থলে ফিরে আসেন।

এর আগে দুপুর সোয়া ২টায় বিএনপির ও আড়াইটায় আওয়ামী লীগের সমাবেশ শুরু হয়।

সকাল থেকে সমাবেশস্থলে নেতাকর্মীরা জড়ো হন। দেড়টার দিকে বৃষ্টি ও নামাজের বিরতির কারণে ভিড় কমলেও ২টা থেকে আবারও তা বাড়তে শুরু করে।  

নয়াপল্টনে আজ দুপুরে বৃষ্টির মধ্যেই বিএনপির মহাসমাবেশে কর্মীরা। ছবি: মামুনুর রশীদ/স্টার

যোগাযোগ করা হলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সারাদিন ধরেই ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার কথা। দুপুরের দিকে বৃষ্টি হয়েছে। বৃষ্টি থেমে গেলেও বিকেল ও সন্ধ্যায় আবারও বৃষ্টির সম্ভাবনা আছে।'

'আগামীকালও দেশের বিভিন্ন এলাকায় হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে,' যোগ করেন তিনি।

গতকাল বৃহস্পতিবার দুই দলের এ দুই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের অনুমতি না পেয়ে উভয় সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়।

 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago