রাজনৈতিক কর্মসূচির কারণে যেন সন্তানদের পড়াশোনার ক্ষতি না হয়: শিক্ষামন্ত্রী

দীপু মনি
শিক্ষামন্ত্রী দীপু মনি। ফাইল ফটো

দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে কোনো দলের কোনো কর্মসূচির কারণে যেন শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি না হয়, তা বিবেচনা করতে দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ শুক্রবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, 'সব রাজনৈতিক দলের প্রতি অনুরোধ থাকবে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আপনার এমন কোনো কর্মসূচি দেবেন না, যেন তাদের শিক্ষাজীবন ব্যাহত হয়।'

'শিক্ষার্থীদের জিম্মি করে রাজনীতির চেষ্টা করলে সেটা হবে অপরাজনীতি। আমরা আশা করব আপনাদের কর্মসূচির কারণে যেন আমাদের সন্তানদের পড়াশোনার ক্ষতি না হয়।'

শিক্ষামন্ত্রী আরও বলেন, 'কোভিডের সময় শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা এখন কিছুটা পুষিয়ে উঠছি।'

আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারিতে জাতীয় নির্বাচন হতে পারে উল্লেখ করে দীপু মনি আরও বলেন, 'সম্ভাব্য রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ৩০ নভেম্বরের আগে আমরা মাধ্যমিক পর্যায়ের সব শ্রেণির বার্ষিক পরীক্ষা ও ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক মূল্যায়ন শেষ করতে চাই।'  

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনির কাছ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার সম্মিলিত ফলাফলের পরিসংখ্যান গ্রহণ করে ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The rules were published through a gazette yesterday, repealing the previous dress code of 2004

58m ago