৪৩তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯৮৪১

৪৩তম বিসিএস
ফাইল ফটো

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮৪১ জন।

আজ রোববার পিএসসির এক বিশেষ সভা শেষে এ ফলাফল প্রকাশ করা হয়। 

উত্তীর্ণদের রোল নম্বরগুলো হলো:

 

এর আগে, ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১৫ হাজার ২২৯ জন।

গত বছরের জুলাইয়ে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। 

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়ার কথা জানানো হয়। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জন নিয়োগ পাবেন। 

Comments

The Daily Star  | English
Indian media’s propaganda against Bangladesh

What is Indian media’s gain in branding us as a Hindu-hating country?

What has shocked me is their refusal to fact-check what they are writing, broadcasting or televising—a basic duty of any journalist.

14h ago