আ. লীগের সমাবেশ: ৩০০ গাড়ি তল্লাশি ছাড়াই সাভার থেকে ঢাকায়

ঢাকায় আওয়ামী লীগের 'শান্তি সমাবেশে' যোগ দিতে ঢাকার পথে রওনা হওয়া সাভার-ধামরাইয়ের নেতাকর্মীদের বহনকারী গাড়ি। ছবি: স্টার

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের 'শান্তি সমাবেশে' যোগ দিতে ৩০০টির বেশি গাড়ি নিয়ে ঢাকার পথে রওনা হয়েছেন সাভার-ধামরাইয়ের নেতাকর্মীরা।

ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে আমিনবাজার দিয়ে ঢাকা প্রবেশের আগে আজ শুক্রবার পুলিশের বেশকিছু চেকপোস্ট দেখা গেলেও, সেখানে এসব গাড়ি থামাতে বা কোনো তল্লাশি চালাতে দেখা যায়নি। 

দুপুর ১২টার পর থেকে সাভার-ধামরাই থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে গাড়ি বহর ধীরে ধীরে যাত্রা শুরু করে। 

এ সময় এ মহাসড়ক দিয়ে মানিকগঞ্জ, কালিয়াকৈর, টাঙ্গাইল থেকে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের বহনকারী বেশকিছু গাড়ি ঢাকার দিকে যেতে দেখা যায়। 

আওয়ামী লীগের ব্যানার-ফেস্টুন সম্বলিত এসব গাড়ি থেকে সরকার সমর্থিত শ্লোগান দিতে শোনা যায় নেতাকর্মীদের।

সাড়ে ১২টার দিকে আমিনবাজার এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানকার পুলিশের চেকপোস্টে আওয়ামী লীগের ব্যানার সংবলিত ও নেতাকর্মী বহনকারী কোনো যানবাহনেই তল্লাশি চালাতে দেখা যায়নি।

যোগাযোগ করা হলে ধামরাই পৌরসভার মেয়র ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির মোল্লা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা প্রায় সাড়ে ৩ হাজার নেতাকর্মী নিয়ে ২ শতাধিক গাড়ি নিয়ে সমাবেশে যোগ দিতে ঢাকার উদ্দেশে রওনা হয়েছি।'

দুপুর সোয়া ১টার দিকে তাদের গাড়িবহর ঢাকার আসাদ গেট এলাকা পার হয়।

পথে পুলিশের তল্লাশি হয়েছে কি না, জানতে চাইলে টেলিফোনে তিনি ডেইলি স্টারকে বলেন, 'আমরা গাড়িবহর নিয়ে এসেছি কোনো তল্লাশি ছাড়াই। আমাদের কেন চেকপোস্টে থামাবে। আমাদের কেন তল্লাশি করবে।'

সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফকরুল আলম সমর দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত শান্তি সমাবেশে যোগ দিতে দেড় শতাধিক গাড়িতে আমরা নেতাকর্মীদের নিয়ে ঢাকার পথে রওনা হয়েছি।'

জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ডেইলি স্টারকে বলেন, 'প্রচণ্ড গরমের কারণে এখন আমরা কোনো গাড়িই চেকপোস্টে থামাচ্ছি না। আওয়ামী লীগের গাড়ি বলে যে আমরা ছেড়ে দেব এমন না।'

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে দুপুর ৩টায় আওয়ামী লীগের ৩ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের 'শান্তি সমাবেশ' শুরু হওয়ার কথা।

 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

1h ago