সৌদি আরবে মারা গেছেন আরও ৩ বাংলাদেশি হজযাত্রী, মৃতের সংখ্যা বেড়ে ১১৭

হজ নিবন্ধনের সময়সীমা
ছবি: এএফপি

সৌদি আরবে গত ৪ দিনে আরও ৩ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে, এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৭ জনে।

বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্য অনুসারে, মৃত হজযাত্রীদের মধ্যে ২৬ জন নারী ও ৯১ জন পুরুষ।

পোর্টাল অনুসারে, মারা যাওয়া বেশিরভাগ হজযাত্রীর বয়স ৫০ থেকে ৭১ বছরের মধ্যে।

মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে মক্কায় ৯৫ জন, মিনায় ৯ জন, মদিনায় ৮ জন, আরাফাহ ও জেদ্দায় ২ জন করে এবং মুজদালিফায় একজন মারা গেছেন।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইচএএবি) জানিয়েছে, পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে এবারই সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি মারা গেছেন।

এইচএএবি সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম দ্য ডেইলি স্টারকে বলেন, সৌদি আরবে মারা যাওয়া হজযাত্রীদের সাধারণত সেখানে দাফন করা হয়।

বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, হিট স্ট্রোকের কারণে ২৯ জুন একদিনে ৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

এ বছর পবিত্র হজ পালিত হয়েছে ২৮ জুলাই।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর সৌদি আরবে ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালন করেছেন।

বিমান, সৌদিয়া ও ফ্লাইনাসের মোট ৩২৫টি ফ্লাইট হজযাত্রীদের সৌদি আরবে নিয়ে যায়।

মোট হজযাত্রীদের মধ্যে, জাতীয় পতাকাবাহী ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন হজযাত্রী, সৌদিয়া ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৪ জন এবং ফ্লাইনাস ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে।

গত ৩ জুলাই প্রথম ফিরতি হজ ফ্লাইট দেশে ফেরে।

 

Comments

The Daily Star  | English

Govt dissolves NBR as per IMF proposal

An ordinance published last night disbands NBR and creates two new divisions

2h ago