বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১০০ ছাড়াল

হজ নিবন্ধনের সময়সীমা
ছবি: সংগৃহীত

সৌদি আরবে চলতি বছর এ পর্যন্ত ১০১ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

গত ৩ দিনে আরও ১০ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন বলে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ২৪ জন নারী ও ৭৭ জন পুরুষ।

এর মধ্যে মক্কায় ৮৫ জন, মদিনায় ৫ জন, মিনায় ৭ জন, আরাফায় ২ জন এবং জেদ্দা ও মুজদালিফায় একজন করে হজযাত্রী মারা গেছেন।

তাদের মধ্যে ৭৮ জনের বয়স ছিল ৫০ থেকে ৭১।

হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইচএএবি) জানিয়েছে, পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে এবারই সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি মারা গেছেন।

সৌদি আরবে এ বছর হজের সময় ছিল তীব্র গরম।

বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, হিট স্ট্রোকের কারণে ২৯ জুন একদিনে ৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম দ্য ডেইলি স্টারকে জানান, সৌদি আরবে মারা যাওয়া হজযাত্রীদের সাধারণত সৌদি আরবেই দাফন করা হয়।

এ বছর ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। প্রায় ১ লাখ ২২ হাজার বাংলাদেশি এবার হজ করতে সৌদি আরবে গেছেন।

এর মধ্যে গতকাল মঙ্গলবার পর্যন্ত বিমান, সৌদিয়া ও ফ্লাইনাসের ১১৫টি ফ্লাইটে মোট ৪৪ হাজার ৬৭ জন হজযাত্রী দেশে ফিরেছেন। ফিরতি হজ ফ্লাইট চলবে ২ আগস্ট পর্যন্ত।

Comments

The Daily Star  | English

Climate finance: $250b a year needed

COP29 draft deal says rich nations should pay the amount to fight climate change

23m ago