সোহরাওয়ার্দী-পল্টনে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

বিএনপির অবরোধ

আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান কিংবা পল্টনে মহাসমাবেশের অনুমতি পায়নি বিএনপি।

আজ বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার কর্মদিবস হওয়ায় বিএনপিকে সোহরাওয়ার্দী ও পল্টনে সমাবেশ করতে দেওয়া যাচ্ছে না।

তিনি বলেন, 'বিএনপিকে আমরা গোলাপবাগ মাঠ পরিদর্শনের অনুরোধ জানিয়েছি। তারা যদি সেখানে সমাবেশ করতে চায়, করতে পারবে।'

জানতে চাইলে বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী দ্য ডেইলি স্টারকে জানান, ডিএমপির কেউ তাদের সঙ্গে এখনো এ বিষয়ে কোনো যোগাযোগ করেনি।

গত শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সহযোগী সংগঠনের ব্যানারে 'তারুণ্যের সমাবেশ' করে বিএনপি। সেই সমাবেশ থেকে আগামীকাল বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।

বিএনপির মহাসমাবেশ ঘোষণার পর বায়তুল মোকাররম এলাকায় 'শান্তি সমাবেশে'র ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৩ সংগঠন।

বলা হয়, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে নেতাকর্মীরা বায়তুল মোকাররমের দক্ষিণ-পশ্চিম গেইটে জড়ো হবেন, ১টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, বিকাল ৩টা থেকে শুরু হবে সমাবেশ।

অন্যদিকে, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার বিএনপির মিত্র দলগুলোও রাজপথে নানা কর্মসূচি নিয়ে থাকছে। চরমোনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ডেকেছে।

Comments

The Daily Star  | English

US welcomes Bangladesh election plan

The US yesterday welcomed plans by Bangladesh's interim leader to hold elections next year or in early 2026

40m ago