পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি সেনাদের হামলায় ৩ ফিলিস্তিনি নিহত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করছেন সেনারা। ছবি: এএফপি
ইসরায়েলি সেনাদের হামলায় ৩ ফিলিস্তিনি নিহত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করছেন সেনারা। ছবি: এএফপি

ইসরায়েলি সেনাদের গুলিতে অধিকৃত পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, 'ইসরায়েলিদের ছোঁড়া বুলেটে নাবলুসে ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।' মন্ত্রণালয় আরও জানায়, নিহত ৩ ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য, পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শহর নাবলুসের এক মহল্লায় ৩ 'সশস্ত্র জঙ্গি' তাদের সেনাদের ওপর গাড়ি থেকে গুলি ছুঁড়লে সেনারা তাদেরকে 'নিষ্ক্রিয়' করতে পাল্টা গুলি ছুঁড়ে। 

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে ৩টি এম-১৬ রাইফেল, একটি বন্দুক, কার্তুজ ও অন্যান্য সামরিক উপকরণ উদ্ধার করেছে।

১৯৬৭ সালের ৬ দিনব্যাপী যুদ্ধে জয়লাভের পর থেকে পশ্চিম তীর ইসরায়েলের দখলে আছে।

গত বছরের শুরু থেকে এ অঞ্চলে সংঘাত বেড়েছে।

এ বছর ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে অন্তত ২০১ ফিলিস্তিনি ও ২৭ ইসরায়েলি নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে অসংখ্য বেসামরিক ব্যক্তি রয়েছেন।

পশ্চিম তীরে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি বসবাস করেন। আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এ অঞ্চলে ৪ লাখ ৯০ হাজার ইসরায়েলি বাড়িঘর নির্মাণ করে বসবাস করছেন।

 

Comments

The Daily Star  | English
Banking sector crisis

Why is the banking sector crisis so deep-rooted?

The regime-sponsored immorality to protect or pamper the financial gangsters not only eroded the future of the banking sector, but also made the wound too difficult to recover from.

4h ago