চাঁদাবাজির অভিযোগে হাতিরঝিল থানার এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

হাতিরঝিল থানা
ছবি: সংগৃহীত

এক লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে হাতিরঝিল থানার এক উপপরিদর্শকসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

রামপুরার বাসিন্দা আজাদ মাহবুব আজ রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেক ইমামের আদালতে এসআই জাহিদসহ ৩ জনের বিরুদ্ধে এ মামলা করেন।

অপর আসামিরা হলেন-অভিযোগকারীর প্রাক্তন প্রেমিকা আয়েশা রুবি ও তার স্বামী জসিমউদ্দিন রায়াত।

তাদের বিরুদ্ধে অভিযোগ, চলতি বছরের জুলাইয়ে ওই ৩ আসামি যোগসাজশে বাদীকে ব্ল্যাকমেইল করে ১ লাখ টাকা আদায় করেছে।

আজ আদালতে অভিযোগ দাখিলের পর শুনানিতে ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করেন এবং পিবিআইকে আগামী ২৮ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

অভিযোগে বলা হয়, রায়াতের সঙ্গে বিয়ে হলে রুবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন আজাদ। পরে কিছু ছবি দিয়ে রুবি আজাদকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন। 

কিন্তু দম্পতি আজাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক সাধারণ ডায়েরি করেন।

১০ জুলাই রুবি আজাদকে জানান যে তার শাশুড়ি স্ট্রোক করেছেন এবং এ অবস্থায় তার অর্থ সাহায্য প্রয়োজন।

সেদিন সকালে মগবাজারের একটি রেস্তোরাঁয় রায়াতের সঙ্গে দেখা করেন আজাদ। পরে এসআই জাহিদ আজাদকে হাতিরঝিল থানায় নিয়ে যান। 

আজাদের স্বজনদের টেলিফোন করে তাকে হত্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে তার মুক্তির জন্য ৩ লাখ টাকা দাবি করেন এসআই জাহিদ।

খবর পেয়ে আজাদের এক আত্মীয় থানায় গেলে এসআই জাহিদ তার কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা আদায় করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

Comments

The Daily Star  | English

Jatrabari turns into battlefield as students clash

Students of three colleges clashed at Dhaka's Jatrabari today, turning the area into a battlefield

59m ago