চট্টগ্রামে ডিবি-এনএসআই পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২
বন্দরনগরী চট্টগ্রামে পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তা (ডিবি) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার কোতোয়ালী থানার লয়েল রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার দুইজন হলেন—মো. জুম্মান ও মো. ফিরোজ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, 'ডিবি কর্মকর্তা ও এনএসআই সদস্য পরিচয়ে দীর্ঘ দিন ধরে তারা কোতোয়ালী থানা এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও লোকজনের কাছে চাঁদাবাজি করে আসছিলেন।'
'মোটা অংকের চাঁদা আদায়ে তারা মামলা ও আটকের ভয় দেখতো,' বলেন তিনি।
Comments