এক বছরে ৩ হাজার কর্মীকে অগ্নি নিরাপত্তার প্রশিক্ষণ

আন্তর্জাতিক শ্রম সংস্থা, অগ্নি নিরাপত্তা, এফবিসিসিআই,
রাজধানীতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সেইফটি কাউন্সিল আয়োজিত আলোচনা সভা। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শ্রম সংস্থার সহায়তায় গত এক বছরে দেশের প্রায় ১০০ কারখানার প্রায় ৩ হাজার কর্মীকে অগ্নি নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সেইফটি কাউন্সিল আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।

সংগঠনটির সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, দুই শতাধিক কারখানার সেইফটি কমিটির প্রায় ১ হাজার ২০০ সদস্যকে তাদের দায়িত্ব পালনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ব্যবসায়ীদের শুধু ব্যবসা করলেই হবে না, কমপ্লায়েন্সও অনুসরণ করতে হবে। কল-কারখানায় দুর্ঘটনা ও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সবার আগে তাদেরই দায়িত্বশীল হতে হবে।

'দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ কোনো কারখানা পরিদর্শনে গেল মানেই এই নয় যে- কারখানাটি বন্ধ করে দেওয়া হবে। বরং অবকাঠামোগত ঝুঁকি যাচাই-বাছাইয়ের মাধ্যমে মালিকপক্ষ তার সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে পারে', যোগ করেন জসিম।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মিনা মাসুদ উজ্জামান বলেন, 'ব্যবসায়ীদের সহযোগিতা করা আমাদের কাজ। তাই সহযোগিতা নেওয়ার জন্য আপনাদেরও আন্তরিক হতে হবে।'

Comments

The Daily Star  | English

US to make history either way

Kamala Harris and Donald Trump launched a final frenzied campaign blitz yesterday, hitting must-win Pennsylvania on the last day of a volatile US presidential race that polls say is hurtling towards a photo finish.

8h ago