সিলেটে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত ছোট ভাই কাজী আমিরুদ্দিনের জন্য বড় ভাই ও স্বজনদের আহাজারী। ছবি: শেখ নাসির/ স্টার

সিলেটের কোম্পানিগঞ্জে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সিলেট-ভোলাগঞ্জের বঙ্গবন্ধু মহাসড়কের সুন্দরীগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।

তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৫ জন ও হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

4h ago