বিএনপির পদযাত্রা আসলে তাদের পরাজয় যাত্রা: ওবায়দুল কাদের

শান্তি ও উন্নয়ন
রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) প্রাঙ্গণে একটি ট্রাকের উপর স্থায়ী মঞ্চে আওয়ামী লীগের 'শান্তি ও উন্নয়ন' শোভাযাত্রার আগে বক্তব্য দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: আশিক আব্দুল্লাহ অপু

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির পদযাত্রা আসলে তাদের পরাজয় যাত্রা। 

আজ মঙ্গলবার রাজধানীতে আওয়ামী লীগের 'শান্তি ও উন্নয়ন' শোভাযাত্রার আগে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) প্রাঙ্গণে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, 'ফখরুল আজ কী বলেছেন? তাদের পদযাত্রা নাকি গণযাত্রা, বিজয়যাত্রা। আসলে তাদের পদযাত্রা পরাজয় যাত্রা, এটি তাদের পতনযাত্রা।'

'ইউরোপীয় ইউনিয়ন কি তত্ত্বাবধায়ক সরকার দিয়েছে? শেখ হাসিনার পদত্যাগ বা সরকারের পদত্যাগ দিয়েছে? বিএনপি কী পেয়েছে? তারা পেয়েছে হাঁসের ডিম আর ঘোড়ার ডিম,' বলেন তিনি। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, 'যুক্তরাষ্ট্রও এসেছে। তারা (বিএনপি) মনে করেছে আমেরিকা রা তত্ত্বাবধায়ক দেবে, সংলাপ করতে হবে এ কথা বলবে। শেখ হাসিনার পদত্যাগের কথা বলবে।'

'কিন্তু তারাও বিএনপিকে দিয়ে গেল ঘোড়ার ডিম। তত্ত্বাবধায়ক হবে না। সংসদের বিলুপ্তি হবে না। অন্যান্য দেশের মতো শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে,' যোগ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, 'যতই তারা বিষোদগার আর মিথ্যাচার করা হোক না কেন, কোনো লাভ হবে না। আমরা ইউরোপীয় ইউনিয়নকে বলেছি, আমরা নির্বাচনের আগে ও পরে শান্তি চাই। তত্ত্বাবধায়ক হবে না।' 

'তারা (বিএনপি) মনে করেছিল ২০০১ সালের মতো জিতে যাবে। সে আশায় গুঁড়ে বালি। তত্ত্বাবধায়ক বাতিল করেছে উচ্চ আদালত। বিএনপি আদালত মানে না। বিচার পক্ষে না গেলে তা মানে না। আমাদের কথা সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। এর বাইরে এক চুলও আমরা নড়বো না। যতই মারামারি, হুমকি-ধামকি দেওয়া হোক না কেন, আওয়ামী লীগ কারও কাছে মাথা নত করে না,' বলেন তিনি। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 'দুর্নীতি, বিএনপি, লুটপাট, চুরি, হত্যার বিরুদ্ধে খেলা হবে। বাংলাদেশের শয়তানের দলের আসল ঠিকানা বিএনপি। তাদের দফা নাকি একটা, আবার বলে ৩২টা। তাদের দফার ঠিক নেই, ঐক্যের ঠিক নেই।' 

তিনি আরও বলেন, 'তারা বিদ্যুতের নামে খাম্বা দিয়েছে। এই সরকারের আমলে দেশের মানুষ শতভাগ বিদ্যুৎ পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু সুন্দরভাবে সামাল দিচ্ছেন। কিন্তু বিএনপি ঘোড়ার ডিম ছাড়া কিছুই দিতে পারবে না। এই সরকার পদ্মা সেতু দিয়েছে।'

ওবায়দুল কাদেরের বক্তব্যের পর আওয়ামী লীগের শোভাযাত্রা শুরু হয়। কর্মীরা বাইক, পিকআপ ভ্যান, ঘোড়ার গাড়িতে চড়ে, হেঁটে শোভাযাত্রায় অংশ নেন। 

শোভাযাত্রার কারণে মৎস্য ভবন এলাকা থেকে এলিফ্যান্ট রোড পর্যন্ত রাস্তার যান চলাচল বন্ধ আছে।

Comments

The Daily Star  | English

IMF loan tranches: Agreement with IMF at last

The government has reached a staff-level agreement with the International Monetary Fund for the fourth and fifth tranche of the $4.7 billion loan programme, putting to bed months of uncertainty over their disbursement.

10h ago