এবার এসপি পদমর্যাদার ২৪ কর্মকর্তাকে বদলি

পুলিশ

পুলিশ সুপার পদমর্যাদার ২৪ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। 

দুটি পৃথক প্রজ্ঞাপনে আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বদলিকৃত কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার মো. আজিম-উল-আহসানকে ঝিনাইদহের পুলিশ সুপার, এআইজি মো. মনজুর রহমানকে মৌলভীবাজারের, ট্যুরিস্ট পুলিশ ঢাকার পুলিশ সুপার সৈকত শাহীনকে বান্দরবানের, বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলামকে নাটোরের, নাটোরের পুলিশ সুপার মো. সাইফুর রহমানকে রাজশাহীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধরকে খাগড়াছড়ির, ডিএমপির উপকমিশনার উত্তম প্রসাদ পাঠককে ঠাকুরগাঁওয়ের, ঢাকার এসবির পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদকে রাজবাড়ীর, ডিএমপির উপকমিশনার আবুল হাসনাত খানকে বাগেরহাটের, উপকমিশনার মোহাম্মদ তারেক বিন রশিদকে লক্ষ্মীপুরের এবং শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে জামালপুরের পুলিশ সুপার করা হয়েছে।

অপর প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ঝিনাইদহের এসপি মোহাম্মদ আশিকুর রহমানকে ঢাকার এসবিতে, মৌলভীবাজারের এসপি মোহাম্মদ জাকারিয়াকে হাইওয়ে পুলিশে, রাজশাহীর এসপি এ বি এম মাসুদ হোসেনকে ডিএমপিতে, খাগড়াছড়ির এসপি মো. নাইমুল হককে ট্যুরিস্ট পুলিশে, ঠাকুরগাঁওয়ের এসপি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে সিআইডিতে, রাজবাড়ীর এসপি এম এম শাকিলুজ্জামানকে খুলনা মেট্রোপলিটনে, জামালপুরের এসপি নাছির উদ্দিনকে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, বাগেরহাটের এসপি কে এম আরিফুল হককে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।

এছাড়া, লক্ষ্মীপুরের এসপি মো. মাহফুজ্জামান আশরাফকে পিবিআইতে, পিরোজপুর পিবিআইয়ের এসপি শেখ জাহিদুল ইসলামকে এসবিতে, পুলিশ অধিদপ্তরের এসপি শামিমা আক্তারকে স্পেশাল সিকিউরিটি ব্যাটালিয়নে, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার সরকার ওমর ফারুককে রাজশাহী মেট্রোপলিটনে, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার তাহিয়াত আহমেদ চৌধুরীকে সিলেট মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।

গতকাল রোববার ১৬ উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ও ৩৫ অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করে সরকার।

Comments

The Daily Star  | English
FY26 Bangladesh budget subsidy allocation 2025-26

FY26 Budget: Subsidy spending to hold steady

The budget for fiscal 2025-26 is likely to be smaller than the current year’s outlay, but subsidy spending is expected to remain almost unchanged at Tk 1,15,741 crore.

10h ago