মেক্সিকোতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী

মেক্সিকোতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠানে রাষ্ট্রদূত আবিদা ইসলামসহ বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে মেক্সিকোতে উদযাপিত হয়েছে 'রবীন্দ্র-নজরুল জয়ন্তী'। 

গত শনিবার মেক্সিকো সিটিতে বাংলাদেশ দূতাবাস, ভারতীয় দূতাবাস এবং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র (জিটিআইসিসি) সম্মিলিতভাবে এ আয়োজন করে।

দেশটিতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ড. পঙ্কজ শর্মা ও বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে মেক্সিকান শিল্পী কানাই ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্জুনের যুগলবন্দি পরিবেশনার সঙ্গে ছিল মেক্সিকান নৃত্যশিল্পী আর্নেস্ট দেলা তেজা এবং ভেরনিকার নৃত্য উপস্থাপনা।

জিটিআইসিসির পরিচালক রাজ ও বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর শাহনাজ রানুর বাংলা ও স্প্যানিশ ভাষায় রবীন্দ্র ও নজরুলের কবিতা আবৃত্তি এবং সেইসঙ্গে বাংলাদেশের শিল্পী তানহা তাবাসসুম ও রাইসা আহমেদের রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

মেক্সিকোতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠানে ভারত, বাংলাদেশ ও মেক্সিকান শিল্পীদের সংস্কৃতিক পরিবেশনা। ছবি: সংগৃহীত

এছাড়াও অনুষ্ঠানে রাষ্ট্রদূত আবিদা ইসলামের রবীন্দ্র ও নজরুল সঙ্গীত উপস্থাপনা এক চমৎকার আবহ সৃষ্টি করে। 

রাষ্ট্রদূতরা তাদের বক্তব্যে বাঙালি জাতির সংস্কৃতির চিন্তা-চেতনা-মনন ও দর্শনে রবীন্দ্র-নজরুলের লেখনীর অবদান তুলে ধরেন। 

রবীন্দ্র-নজরুলকে ভারত ও বাংলাদেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য উল্লেখ করে ব্রিটিশবিরোধী আন্দোলনসহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের কাছে তাদের লেখনীর প্রভাবের ইতিহাসও তুলে ধরেন তারা।

দুই দেশের প্রায় ১৫০ জন দর্শক শ্রোতা ও স্থানীয় অতিথিরা এ সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন।

বাংলাদেশ ও ভারতের ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
 

Comments

The Daily Star  | English

Democracy ends where leadership begins

The Daily Star analysis of 25 political parties

10h ago