অক্টোবরে ঢাবিতে বিশেষ সমাবর্তন, বক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Dhaka University logo

আগামী অক্টোবর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে। 

আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। 

এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাবর্তনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক 'ডক্টর অব লজ' (মরণোত্তর) ডিগ্রি প্রদান করা হবে। 

সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমাবর্তন-বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে সমাবর্তনে সম্মাননীয় অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি বঙ্গবন্ধুর পক্ষে সম্মানসূচক 'ডক্টর অব লজ' ডিগ্রি গ্রহণ করবেন। 

অক্টোবর মাসে সমাবর্তন-বক্তার সুবিধাজনক যেকোনো দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই বিশেষ সমাবর্তন আয়োজন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
 

 

Comments

The Daily Star  | English
Prime Minister Sheikh Hasina

India extends Sheikh Hasina’s visa amid call for extradition

Hindustan Times reports citing people 'familiar with the matter'

47m ago