যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় আইনজীবী নিহত

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পারভীন সুলতানা বেলি (৫৮) মারা গেছেন। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন।

এই ঘটনায় আহত হয়েছেন আইনজীবীর সহকারী পারভীন সুলতানার ভাতিজা সাখাওয়াত হোসেন হিমেল (৪১)।

আজ রোববার দুপুর ১২টার দিকে কুতুবখালী পকেটগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক বেলা পৌনে ১টার দিকে পারভীন সুলতানাকে মৃত ঘোষণা করেন।

আহত হিমেল জানান, তারা সূত্রাপুর মোহনী মোহন দাস লেনে নিজেদের বাড়িতে থাকেন। একটি মামলার জন্য সকালে ফুপুকে নিয়ে মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জ জজ কোর্টে যান। কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। যাত্রাবাড়ী কুতুবখালী পকেটগেট এলাকায় এলে পেছন থেকে একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীদের মাধ্যমে ঢাকা মেডিকেলে এলে আমার ফুফু মারা যান।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, কুতুবখালী পকেট গেটে ফ্লাইওভারে উঠার সময় লাভলী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনার পরপরই বাসটিকে জব্দ করা হয়। বাসচালক মাহমুদুর রহমানকে(২২) আটক করা হয়েছে।

Comments