মায়ামির সঙ্গে চুক্তি সম্পন্ন করে যা বললেন মেসি

ইন্টার মায়ামিতে যোগ দিতে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন লিওনেল মেসি। নতুন একটি মহাদেশে নতুন একটি ঠিকানায় নাম লিখিয়ে ভীষণ রোমাঞ্চ হচ্ছে তার। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) ক্লাবটিকে সাহায্য করতে মুখিয়ে আছেন তিনি।

এক বিবৃতিতে বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে মেসির সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে মায়ামি। দুই বছরের জন্য সেখানে যোগ দিয়েছেন ৩৬ বছর বয়সী তারকা। ২০২৫ সাল পর্যন্ত দলটিতে থাকবেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলার।

পূর্ব ঘোষণা অনুসারে চুক্তি হওয়ার পর মেসি বলেছেন, 'যুক্তরাষ্ট্রে ও ইন্টার মায়ামির হয়ে আমার ক্যারিয়ারের নতুন এই ধাপ শুরু করা নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। এটা চমৎকার একটি সুযোগ এবং আমরা এই ক্লাবের সুন্দর প্রকল্পটি গড়ে তোলার কাজ চালিয়ে যাব।'

তিনি যোগ করেছেন, 'এখন ব্যাপারটা হলো আমাদের লক্ষ্যগুলো অর্জনের জন্য একসঙ্গে কাজ করা। আর এখানে আমার নতুন ঠিকানাকে সহায়তা করতে আমি ভীষণ আগ্রহী।'

মেসির আগমনে আনন্দের জোয়ারে ভাসছেন এমএলএসের কমিশনার ডন গারবার, 'আমরা অত্যন্ত আনন্দিত যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় ইন্টার মায়ামি ও মেজর লিগ সকারকে বেছে নিয়েছেন। আর তার সিদ্ধান্তটি উত্তর আমেরিকাতে আমাদের লিগ ও এই খেলাটির পেছনে যে প্রেরণা ও তেজ আছে সেটার প্রমাণ।'

নতুন ক্লাবে মেসি সতীর্থ হিসেবে পাচ্ছেন জর্দি আলবা ও সার্জিও বুসকেতসকে। এই দুই স্প্যানিশ তারকার সঙ্গে পুরনো দল বার্সেলোনায় ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত খেলেছেন তিনি। তাদের সঙ্গে চলতি সপ্তাহের শেষদিকে চুক্তি করবে মায়ামি।

মায়ামির জার্সিতে মেসি প্রথমবারের মতো মাঠে নামতে পারেন আগামী শুক্রবার। সেদিন লিগস কাপের ম্যাচে মেক্সিকোর লিগা এমএক্সের দল ক্রুজ আজুলকে মোকাবিলা করবে তারা।

Comments

The Daily Star  | English
Major trade bodies miss election deadline

Major trade bodies miss election deadline as reforms take centre stage

Elections at major trade bodies have missed the 90-day deadline as new administrators of the business organisations seek amendments to the governing rules.

18h ago