মানুষ সচেতন হলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: তাপস

মানুষ সচেতন হলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: তাপস
পশ্চিম ধানমন্ডির মধুবাজার জামে মসজিদ সংলগ্ন এলাকায় মশা নিধন কার্যক্রম পরিদর্শন কিরেন তাপস। ছবি: দীপন নন্দী/স্টার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, 'জনগণ সচেতন হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব।'
 
আজ বুধবার পশ্চিম ধানমন্ডির মধুবাজার জামে মসজিদ সংলগ্ন এলাকায় মশা নিধন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
  
তিনি বলেন, 'কোনো একটি সূত্র থেকে, সেখানকার সমগ্র এলাকার সবার জনস্বাস্থ্যের জন্য এটি হুমকি হয়ে দাঁড়াতে পারে। কোনো একটি পাত্রে সঞ্চিত পানিতেও প্রচুর পরিমাণে লার্ভা এবং মশা থাকতে পারে। তাই সবার আগে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা বলব না যে, শতভাগ ডেঙ্গু মশা নির্মূল করতে পারি। তবে মানুষ সচেতন হলে আমরা এটি নিয়ন্ত্রণ করতে পারব।'

তাপস আরও বলেন, 'আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করছি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত (১৮ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত) আমরা ২ হাজার ১৩৩টি প্রতিষ্ঠান, হোল্ডিং, হাউজে (মোবাইল কোর্ট) গিয়েছি এবং ১৩৮টি স্থানে লার্ভা পেয়েছি। তবে এই পরিসংখ্যান দিয়ে ডেঙ্গুপরিস্থিতি বোঝা যাবে না। তার কারণ, এক জায়গায় যত লার্ভা জন্মাতে পারে বা জন্মায় সেটা পুরো এলাকার পরিবেশ হুমকিতে ফেলার জন্য যথেষ্ট। তাই আমরা চাই সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করুক। আমাদের যত বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান, স্কুল, প্রতিষ্ঠান আছে- যদি এসব প্রতিষ্ঠানের নিজ নিজ কর্তৃপক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করে, তাহলে আমরা সবাই মিলে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা করতে পারব।'

শুধু বাড়িতেই নয়, বাড়ির আশেপাশেও পানি জমে লার্ভা সৃষ্টি করে এমন কিছু ফেলে না রাখার জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান তাপস।

Comments

The Daily Star  | English

Ending impunity for crimes against journalists

Though the signals are mixed we still hope that the media in Bangladesh will see a new dawn.

12h ago