কী থাকছে বিএনপির এক দফা ঘোষণায়

রোববার থেকে ৪৮ ঘণ্টা হরতালের ডাক বিএনপির

এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামীকাল বুধবার দুপুরে সমাবেশ করবে বিএনপি। 

এ সমাবেশ থেকে সরকার পতনের এক দফা ঘোষণা করা হবে বলে এর আগে জানিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কী থাকছে এক দফার ঘোষণায়? বিএনপি ও এর সমমনা দলগুলো গত বেশ কিছুদিন ধরে আলোচনা শেষে প্রস্তুত করেছে এক দফার খসড়া। 

দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি, মিথ্যা-গায়েবী মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট ও দলসমূহ যুগপৎ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলবে।

দলীয় সূত্র আরও জানায়, আগামীকাল সমাবেশ থেকে এসব দাবি সম্বলিত 'এক দফা' আন্দোলনের ঘোষণা দেবেন দলের নেতারা।

Comments

The Daily Star  | English
Chief Adviser's suggestion on voter age

Chief Adviser suggests minimum voter age of 17

"If the majority of the people of the country like the age to be recommended by the Commission, I will accept it"

3h ago