স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ৩৭টি পদে চাকরির সুযোগ

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ৩৭টি পদে চাকরির সুযোগ

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৩৭টি শূন্যপদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের স্থায়ী নাগরিকরা এ পদগুলোর জন্য আদেবন করতে পারবেন। 

আবেদনের শেষ তারিখ ১৪ আগস্ট ২০২৩। 

পদের নাম: স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর।

  • পদসংখ্যা: ৬টি
  • যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজি- ৮০ শব্দ বাংলায় ৫০ শব্দ লেখার দক্ষতা লাগবে। কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে ইংরেজি-৩০ শব্দ, বাংলায়-২৫ শব্দ।
  • বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

  • পদসংখ্যা: ৪টি
  • যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজি- ৭০ শব্দ বাংলায়-৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে ইংরেজি-৩০ শব্দ, বাংলায়-২৫ শব্দ। 
  • বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান

  • পদসংখ্যা: ১টি
  • যোগ্যতা: সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞানের স্নাতক ডিগ্রি বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা। কম্পিউটার এমএস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতাসম্পন্ন।
  • বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম: হিসাব রক্ষক

  • পদসংখ্যা: ১টি
  • যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 
  • বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

 
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার

  • পদসংখ্যা: ৩টি
  • যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে ইংরেজি-২০ শব্দ, বাংলায়-২০ শব্দ।
  • বেতন স্কেল: ৯,৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: স্টোর কিপার

  • পদসংখ্যা: ১টি
  • যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার এমএস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতাসম্পন্ন।
  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না: উপরের ৬টি পদের জন্য মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, শেরপুর, চাঁদপুর, ফেনী, যশোর, বরিশাল, ভোলা ও পিরোজপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
 
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২১টি
যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ৮,২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না: অফিস সহায়ক পদের জন্য মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোণা, শেরপুর, চাঁদপুর, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, খুলনা, মাগুরা ও বরিশাল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ০১ আগস্ট ২০১৩ তারিখে বয়স ১৮-৩০ হতে হবে। তবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের সময়সীমা 

  • অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান আরম্ভের তারিখ ও সময় ২৩-০৭-২০২৩, সকাল ১০টা থেকে।
  • অনলাইনে এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৪-০৮-২০২৩ বিকেল ০৫টা পর্যন্ত।

উক্ত সময়সীমার মধ্যে ইউজারআইডিপ্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

আবেদন ফি 
আবেদন ফি জমা দিতে হবে টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে। টেলিটকের সার্ভিস চার্জসহ আবেদন ফি অফেরতযোগ্য ২২৩ টাকা এবং ক্রমিক ০৭ এর জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ আবেদন ফি অফেরতযোগ্য ১১২ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। অনলাইন আবেদনপত্রের সব অংশ পূরণ করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

আবেদন যেভাবে: প্রার্থীকে http://dgmeded.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা vas.query@teletalk.com.bd বা niyog@dgme.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। মেইলের সাবজেক্টে প্রতিষ্ঠানের নাম, পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর উল্লেখ করতে হবে। 

গ্রন্থনা: আহমেদ হিমেল

Comments

The Daily Star  | English

US to make history either way

Kamala Harris and Donald Trump launched a final frenzied campaign blitz yesterday, hitting must-win Pennsylvania on the last day of a volatile US presidential race that polls say is hurtling towards a photo finish.

9h ago