হাসপাতালে কিশোরী ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্টার অনলাইন গ্রাফিক্স

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে কিশোরী ধর্ষণের মামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা শেখ শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেখ শাকিল মুন্সিগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, ভোর সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার বিকেল ৪টার দিকে মুন্সিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নিদেশ দেন।

মুন্সিগঞ্জ কোর্ট পুলিশ ইনচার্জ জামাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, 'ভোর সাড়ে ৩টার দিকে গজারিয়া থানার ভবেরচরের হোগলা কান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে একাধিক স্থানে অভিযান চালানো হলেও শাকিল পালিয়ে গিয়েছিল। পুলিশের একাধিক টিম তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রাখে। মামলার তদন্ত কর্মকর্তা এনামুল হক স্থানীয় সোর্স ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করে।'

মামলার অভিযোগে বলা হয়েছে, গত মঙ্গলবার ওই কিশোরী মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। শাকিল হাসপাতালে আগে থেকেই অবস্থান করছিল। রাতে পুরাতন ভবনের দোতলার সিঁড়িতে ওই কিশোরীকে ধর্ষণ করে শাকিল।

এ ঘটনায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগীর মা বাদী হয়ে সদর থানায় শাকিলকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা করেন।

Comments