‘রাশিয়া কখনোই ইউক্রেনকে পুরোপুরি দখল করতে পারবে না, কারণ আমরা বীরদের দেশ’

জেলেনস্কি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তারিখবিহীন ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যাচ্ছে তিনি স্নেক আইল্যান্ড পরিদর্শন করছেন।
স্নেক আইল্যান্ড পরিদর্শনে যেয়ে সেলফি তোলেন ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
স্নেক আইল্যান্ড পরিদর্শনে যেয়ে সেলফি তোলেন ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ আগ্রাসনের ৫০০ তম দিনে 'সাহসী' ইউক্রেনের প্রশংসা করেছেন।

আজ রোববার বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

কৃষ্ণ সাগরের বেশিরভাগ অংশ রাশিয়ার দখলে থাকলেও 'স্নেক আইল্যান্ড' নামের একটি দ্বীপ এখনো ইউক্রেনের দখলে রয়েছে। এই দ্বীপটিকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের চিহ্ন হিসেবে বিবেচনা করা হয়।

জেলেনস্কি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তারিখবিহীন ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যাচ্ছে তিনি স্নেক আইল্যান্ড পরিদর্শন করছেন।

তিনি বলেন, 'আজ আমরা স্নেক আইল্যান্ডে আছি, যা কখনোই হামলাকারীরা দখলে নিতে পারবে না। যেমনটা পারবে না ইউক্রেনকে পুরোপুরি দখল করতে, কারণ আমরা বীরদের দেশ।'

'আমি এখান থেকে, এই বিজয়ের অবস্থান থেকে গত ৫০০ দিনের জন্য আমাদের প্রতিটি সেনাকে ধন্যবাদ জানাতে চাই', যোগ করেন তিনি। ভিডিওতে তাকে নৌকায় করে দ্বীপে এসে নিহত যোদ্ধাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করতে দেখা যায়।

২০২২ এর ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু করে এই যুদ্ধে মোট ৯ হাজার বেসামরিক ব্যক্তির মৃত্যু নথিবদ্ধ করেছে জাতিসংঘ, যার মধ্যে আছে ৫০০ শিশু। তবে ধারণা করা হয়, নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

গতকাল শনিবার ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পূর্বাঞ্চলীয় শহর লাইমানে রুশ রকেট হামলায় ৮ ব্যক্তি নিহত ও ১৩ জন আহত হয়েছেন।

শনিবার জেলেনস্কি তুরস্ক সফরে যান। ইউক্রেনের ন্যাটো সদস্যপদের বিষয় তুরস্কের সমর্থন পাওয়ার বিষয়টি নিশ্চিতের পাশাপাশি তিনি ৫ ইউক্রেনীয় কমান্ডারকে সঙ্গে করে ফিরিয়ে নিয়ে আসেন।

রাশিয়ার সঙ্গে এক বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এই কয়েদীদের তুরস্কে থাকার কথা ছিল।

স্নেক আইল্যান্ড পরিদর্শনে যেয়ে নিহত সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান জেলেনস্কি। ছবি: রয়টার্স
স্নেক আইল্যান্ড পরিদর্শনে যেয়ে নিহত সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান জেলেনস্কি। ছবি: রয়টার্স

রাশিয়া এ বিষয়টির নিন্দা জানিয়েছে। এই কয়েদীরা মূলত মারিউপোলের আজভস্টল কারখানায় রুশ বাহিনীর বিরুদ্ধে প্রায় ১ মাসব্যাপী প্রতিরোধ গড়ে তোলা ক্র্যাক আজভ রেজিমেন্টের সদস্য।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, 'তুরস্ক থেকে ইউক্রেনে আজভ কমান্ডারদের ফিরে আসা ২ পক্ষের মধ্যে বিদ্যমান চুক্তির সরাসরি লঙ্ঘন।

তিনি আরও জানান, ইউক্রেন ও তুরস্ক চুক্তির শর্ত লঙ্ঘন করেছে এবং তাদের ফিরে আসার সঙ্গে 'ইউক্রেনের ব্যর্থ পাল্টা হামলার' যোগসূত্র রয়েছে।

যুদ্ধের শুরুতেই স্নেক আইল্যান্ড দখলে নেয় রাশিয়া।

পরবর্তীতে স্নেক আইল্যান্ডের কাছাকাছি মোতায়েন করা রুশ রণতরী মস্কভা ২০২২ এর এপ্রিলে ডুবে যায়। মস্কো জানায়, এক দুর্ঘটনা থেকে সৃষ্ট বিস্ফোরণে জাহাজটি ডুবেছে। ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে জাহাজটিকে ধ্বংস করার দাবি করে।

গত বছরের জুনে ইউক্রেনীয় বাহিনী দ্বীপটি আবারো দখলে নেয়।

Comments

The Daily Star  | English

Now, battery-run rickshaws to ply on Dhaka roads

Road, Transport and Bridges Minister Obaidul Quader today said the battery-run rickshaws and easy bikes will ply on the Dhaka city roads

28m ago