‘জাপান গার্ডেন সিটির মতো সোসাইটিগুলোর ভেতরে পরিষ্কার করা আমার দায়িত্ব না’

আতিকুল ইসলাম
বক্তব্য রাখছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম | ছবি: সংগৃহীত

জাপান গার্ডেন সিটির মতো সোসাইটিগুলোর ভেতরে গিয়ে পরিষ্কার করা ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব না জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেছেন, এসব বাসায় অবহেলার জন্য যদি মৃত্যু ঘটে, অবশ্যই সেই দায়িত্ব তাদের নিতে হবে।

আজ শনিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা পরিদর্শনের গিয়ে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, 'কাউকে না বলে আমি আজ জাপান গার্ডেন সিটিতে ঢুকলাম। আমরা সবাই জানি এখানে সুন্দর ম্যানেজমেন্ট হয়, ইলেকশন হয়, পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য সার্ভিস চার্জও নেওয়া হয়। প্রেসিডেন্ট, সেক্রেটারি, এক্সিকিউটিভ মেম্বর—সব কিছু আছে। সেই জাপান গার্ডেন সিটির নিচে মশার চাষ হচ্ছে দেখে আমি সবাইকে নিয়ে তাড়াতাড়ি উপরে উঠে এলাম। এটি অবিশ্বাসযোগ্য!'

'এসব জায়গাগুলোতে, বিভিন্ন সোসাইটির ভেতরে গিয়ে, জাপান গার্ডেনের ভেতরে পরিষ্কার করা তো আমার দায়িত্ব না! এটা জাপান গার্ডেনের কর্তৃপক্ষ যারা আছে তাদের দায়িত্ব।...এখানে যদি মশার চাষ হয়, এটি অত্যন্ত দুঃখজনক,' বলেন তিনি।

আতিকুল বলেন, 'আমরা কল সেন্টার করেছি। আগামী পরশু থেকে আমরা চেষ্টা করব প্রত্যেককে ফোন করতে যে, আপনারা আপনাদের বাড়ির আশে পাশের এলাকা, আঙ্গিনা পরিষ্কার করে ফেলুন। আমাদের ম্যাজিস্ট্রেট যাবে, ফাইন করবে। আমি চাই না, ম্যাজিস্ট্রেট গিয়ে কাউকে ফাইন করুক। এসব বাসায় অবহেলার জন্য আজকে যদি মৃত্যু ঘটে, অবশ্যই তাকে সেই দায়িত্ব নিতে হবে।'

আগামী ৩০ জুলাই পর্যন্ত উত্তর সিটি করপোরেশনের অভিযান চলবে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago