আগামী বছর থেকে সিলেবাস পুনর্বিন্যাস করে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

‘আগস্টে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।’
আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়
শিক্ষামন্ত্রী দীপু মনি | ফাইল ছবি | বাসস

আগামী বছর থেকে পূর্ণ সিলেবাসে না হলেও সিলেবাস পুনর্বিন্যাস করে কিছুটা সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

দীপু মনি বলেন, 'আগস্টে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তবে আগামী বছরের পরীক্ষার্থীরা এ বছর পূর্ণাঙ্গ সিলেবাসে ক্লাস পাচ্ছে না। তাই যারা পুরোপুরি ক্লাস পাচ্ছে না, তাদের জন্য পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ না হলেও কিছুটা সংক্ষিপ্তভাবে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষার ব্যবস্থা করা হবে।'

ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন, 'শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বাসা-বাড়িও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। অন্তত ৩ দিন পর পর বাসা-বাড়ি পরিষ্কার করতে হবে।'

পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শিক্ষামন্ত্রী।

সেখানে তিনি বলেন, 'সংগ্রামের মধ্য দিয়ে যুব মহিলা আওয়ামী লীগের জন্ম। নারীদের অধিকার প্রতিষ্ঠা ও সুসংগঠিত করার জন্যই গড়ে তোলা হয় যুব মহিলা লীগ। আজকে নারীরা যে সম্মান পাচ্ছে, শেখ হাসিনা সরকারই তার সুযোগ করে দিয়েছেন।'

তিনি বলেন, 'নারীরা আজ রাষ্ট্র পরিচালনা করছেন, জনগণের প্রতিনিধিত্ব করছেন। বিশ্ব শান্তি রক্ষায় নারী, সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিরোধীদলের নেত্রী নারী, স্পিকারসহ বিভিন্ন জায়গায় নারীরাও নেতৃত্ব দিচ্ছেন। নারীর উন্নয়ন মানে পুরুষরা পিছিয়ে পড়া নয়। তা সমাজের সবার উন্নয়ন। নারীর জন্য শিক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রের সুযোগ করে দিতে হবে। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে নারীরা নেই। ইসলামের নাম ব্যবহার করে কিছু লোক নারী অগ্রযাত্রায় বাঁধা দিচ্ছে। অথচ ইসলাম নারীদের সর্বোচ্চ অধিকার দিয়েছে। তারা ইসলাম, দেশ ও দেশের মানুষের শত্রু।'

Comments

The Daily Star  | English

Political parties want road map to polls

Leaders of major political parties yesterday asked Chief Adviser Prof Muhammad Yunus for a road map to reforms and the next general election.

5h ago