‘ক্যাসিনো’ নিয়ে যে কারণে মন খারাপ নিরবের

ছবি: সংগৃহীত

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে 'ক্যাসিনো' সিনেমাটি দেখে নায়ক নিরবের প্রশংসা করছেন দর্শকরা। 

সৈকত নাসির পরিচালিত সিনেমাটি ঈদে ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। 

সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে দেশের অর্থ অবৈধভাবে বিদেশে পাচারের প্রেক্ষাপট নিয়ে। 

সিনেমাটি প্রসঙ্গে নিরব দ্য ডেইলি স্টারকে বলেন, 'ক্যাসিনো সিনেমাটি যারা দেখছেন তারা সবাই প্রশংসা করেছেন। সিনেমাটি নিয়ে একটাও খারাপ মন্তব্য শুনিনি।'

'তবে ঈদে আমি জ্বরের কারণে অনেক জায়গায় যেতে পারিনি। এতে আমার খুব মন খারাপ হয়েছে। আমার দর্শক ভক্তদের সাথে সিনেমাটি উপভোগ করতে পারিনি,' বলেন তিনি।

নিরব আরও বলেন, 'ব্লকবাস্টার সিনেমা ও স্টার সিনেপ্লেক্সে প্রথমদিকে ভালো চলেছে সিনেমাটি। অনেক শো হাউজফুল গেছে। পরের দিকে শো কমে গেছে।'

'এটা পরিপূর্ণ বিনোদনমূলক বাণিজ্যিক সিনেমা। সব ধরনের দর্শকদের  কাছে ভালো লাগবে সিনেমাটি,' যোগ করেন তিনি।

'ক্যাসিনো' সিনেমায় নিরব-শবনম বুবলি ছাড়াও অভিনয় করেছেন তাসকিন রহমান, ডন, দিলরুবা দোয়েল, নিপা আহমেদ রিয়েলিসহ প্রমুখ। 

সিনেমাটির গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, চিত্রনাট্য আসাদ জামান। 

Comments

The Daily Star  | English

Consensus commission: Fresh caretaker models on the table now

The National Consensus Commission, BNP, and Bangladesh Jamaat-e-Islami have each proposed separate methods for appointing the chief adviser to caretaker government.

7h ago