ঝিনাইদহ

চাল আত্মসাৎ মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

আদালতের আদেশে কারাগারে নেওয়া হচ্ছে তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর রাশেদকে। ছবি: সংগৃহীত

ঝিনাইদহে সরকারি চাল আত্মসাতের মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মনজুর রাশেদকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ সোমবার সকালে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ আদেশ দেন।

মনজুর রাশেদ জেলার হরিনাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন জানান, ঈদুল ফিতর উপলক্ষে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণে জন্য সরকারি বরাদ্দকৃত সব চাল বিতরণ না করে মজুদ করে রাখেন তাহেরহুদার ইউপি চেয়ারম্যান।

অসৎ উদ্দেশ্যে ভিজিএফের ৫০ কেজি ওজনের ৩৮ বস্তা চাউল ইউনিয়ন পরিষদের গোডাউনে মজুদ রাখায় সেটি সিলগালা করেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইউপি চেয়ারম্যান মনজুর রাশেদ এ বিষয়ে সদুত্তর দিতে না পারায় ২০২৩ সালের জানুয়ারি মাসের ১ তারিখে হরিনাকুন্ডু থানায় মামলা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান।

মামলার পর চেয়ারম্যান মনজুর রাশেদ গত ৯ মে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। সেই সঙ্গে উচ্চ আদালত ৬ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন নেওয়ার আদেশ দেন।

উচ্চ আদালতের আদেশ অমান্য করে নির্ধারিত সময়ের পরে হাজির হওয়ায় আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Comments

The Daily Star  | English
Protests disrupt city life in Dhaka

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

1h ago