অ্যাপল এখন ৩ ট্রিলিয়ন ডলার মূল্যের প্রতিষ্ঠান

অ্যাপল
ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের সদরদপ্তরে এক অনুষ্ঠানে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। ছবি: রয়টার্স

বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের বাজার মূল্য এখন ৩ ট্রিলিয়ন ডলার। একক প্রতিষ্ঠান হিসেবে অ্যাপল এই খ্যাতি অর্জন করল।

গতকাল শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়ে বলেছে, অ্যাপলের শেয়ার ২ শতাংশ বেড়ে রেকর্ড ১৯৩ ডলার ৯৭ সেন্ট হওয়ায় প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে এমন ঐতিহাসিক খ্যাতি অর্জন করে।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের ৩ জানুয়ারি সারাদিনের লেনদেনে ৩ ট্রিলিয়ন ডলারের মাইলস্টোন ছুঁলেও প্রতিষ্ঠানটি তা ধরে রাখতে পারেনি।

টানা ৩ দিন পুঁজিবাজারে রেকর্ড করার পর গত বৃহস্পতিবার অ্যাপলের শেয়ার লেনদেন বন্ধ হয়। সেসময় এর একেকটি শেয়ারের দাম ছিল ১৯০ ডলার ৭৩ সেন্ট। গতকাল তা আরও বেড়ে গেলে অ্যাপল ৩ ট্রিলিয়ন ডলার মূল্যের প্রতিষ্ঠান হওয়ার খ্যাতি অর্জন করে।

অ্যাপলের এমন আকাশছোঁয়া বাজারমূল্য এমন সময় দেখা গেল যখন প্রতিষ্ঠানটি 'অ্যাপল ভিশন' বাজারে আনা নিয়ে ঝুঁকি বোধ করছে। অগমেনন্টেড রিয়েলিটির ডিভাইসসমৃদ্ধ 'অ্যাপল ভিশন' আগামী বছর বাজারে বিক্রি শুরু হবে।

বাস্তবতা হচ্ছে, গত মে মাসে প্রকাশিত অ্যাপলের আয়ের ত্রৈমাসিক প্রতিবেদনে দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রত্যাশার চেয়ে অনেক বেশি আয় করেছে। যদিও এর বিক্রি ও মুনাফা দুটোই কমেছে।

প্রতিষ্ঠানটি 'অ্যাপল ভিশন' হ্যান্ডসেটের দাম ৩ হাজার ৪৯৯ ডলার নির্ধারণের পরিকল্পনা করছে।

প্রতিবেদন অনুসারে, গত বছরের তুলনায় পুঁজিবাজারে চলতি বছর অ্যাপলের সাফল্য চোখে পড়ার মতো। এ বছরের শুরুতে পুঁজিবাজারে অ্যাপলের দাম ২ ট্রিলিয়ন ডলারের নিচে নেমে গিয়েছিল। ২০২১ সালের পর প্রতিষ্ঠানটি এমন বিপর্যয়ের মুখে পড়েছিল বলেও এতে উল্লেখ করা হয়।

বছর না ঘুরতেই অ্যাপল আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ পেল।

Comments

The Daily Star  | English

Battery-run rickshaws allowed back on Dhaka roads for one month

SC chamber judge issues status quo on HC order

3h ago