আইফোনে সনির ক্যামেরা সেন্সর ব্যবহার করা হচ্ছে: টিম কুক
অ্যাপলের সিইও টিম কুক সম্প্রতি এক টুইট বার্তায় জানিয়েছেন, সনির তৈরি ক্যামেরা সেন্সর ব্যবহার করছে অ্যাপল।
টিম কুক তার টুইটে আরও বলেন, 'আমরা আইফোনের জন্য বিশ্বের অন্যতম সেরা ক্যামেরা সেন্সর তৈরির জন্য এক দশকেরও বেশি সময় ধরে সনির সঙ্গে কাজ করছি।'
সম্প্রতি জাপানের কুমামোটোতে কুকের সফরের সময় টুইটটি করা হয়। বহু সেমিকন্ডাক্টর ফার্মের জন্য বিখ্যাত জাপানের কুমামোটো।
এ ছাড়া টুইটে 'অত্যাধুনিক সুবিধা' দেওয়ার জন্য সনির সিইও কেনচিরো ইয়োশিদাকে ধন্যবাদ জানিয়েছেন কুক।
এ বিষয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কুক সম্প্রতি জানিয়েছেন, গত ৫ বছর ধরে অ্যাপল জাপানি সরবরাহকারীদের ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
আইফোনে সনি ক্যামেরা সেন্সর ব্যবহারের বিষয়ে কুকের আকস্মিক ঘোষণা অনেক অ্যাপল ব্যবহারকারীদের কাছে বিস্ময়ের মতো- বিশেষ করে অ্যাপল কীভাবে এই ধরনের সাধারণত অভ্যন্তরীণ তথ্য প্রকাশ করে না।
Comments