'প্রিয়তমা' সিনেমার আরও সুখবর

প্রিয়তমা ছবির পোস্টার। ছবি: সংগৃহীত
প্রিয়তমা ছবির পোস্টার। ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় ১০৫ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত 'প্রিয়তমা' সিনেমাটি। মুক্তির প্রথম দিন থেকেই হাউসফুল হচ্ছে সিনেমাটির। গতকাল মুক্তির দিন ও আজ মাল্টিপ্লেক্সে কোথাও টিকেট নেই সিনেমাটির। সিঙ্গেল স্ক্রিনেও ভালো চলছে 'প্রিয়তমা'।

মুক্তির দ্বিতীয় দিনেই সুখবর বয়ে আনলো 'প্রিয়তমা'। আগামী ৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাবে প্রিয়তমা। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রোর কর্তা সজীব সপ্তক।

তিনি বলেন, 'ঈদ উপলক্ষে ৭ জুলাই কানাডা ও যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার কথা ছিল "অন্তর্জাল"র। কিন্তু সিনেমাটি যেহেতু ঈদে বাংলাদেশে মুক্তি পায়নি, ৭ জুলাই তাই আমেরিকা ও কানাডাতেও মুক্তি পাচ্ছে না। আমরা এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে এ উৎসবের সময়টাতে এখানকার দর্শক বাংলাদেশের সিনেমা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন না। নির্ধারিত তারিখে 'প্রিয়তমা' সিনেমাটি মুক্তি পাবে।'

সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ বলেন, 'এই সিনেমা যুক্তরাষ্ট্র ও কানাডায় আগামী ৭ জুলাই থেকে আপনাদের পাশের প্রেক্ষাগৃহে দেখতে পাবেন। খুব শিগগিরই হল লিস্ট দেয়া হবে। আমি নিজে যুক্তরাষ্ট্র প্রবাসী।  সেখানকার সকল বাংলাদেশিকে অনুরোধ করবো সিনেমাটি দেখতে। যুক্তরাষ্ট্রের পর পর্যায়ক্রমে মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ভারতেও 'প্রিয়তমা' মুক্তি পাবে।'

 

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

2h ago