বাংলাদেশের আন্দোলন সারা পৃথিবী সমর্থন করছে: ফখরুল
বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর আন্দোলন সারা পৃথিবী সমর্থন করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ী এলাকায় নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ সরকার বাংলাদেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করে রেখেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, 'ইতোমধ্যে এই সরকারের যত অপকর্ম, দুঃশাসন, দুর্নীতি এমন একটি পর্যায়ে চলে গেছে যে, মানুষ এখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এই সরকারকে তারা আর দেখতে চায় না।'
'বিএনপি হচ্ছে জনগণের দল। এই আন্দোলন যে বিএনপি করছে এটা কিন্তু বিএনপি বিএনপির জন্য করছে না! এই আন্দোলন করছে মৌলিক কতগুলো বিষয়ে; যেমন জনগণের ভোটের অধিকার ফিরে পাওয়া, সাংবিধানিক অধিকারকে অক্ষুণ্ন রাখা,' বলেন ফখরুল।
বিএনপি মহাসচিব আরও বলেন, '৭০ ও ৭১ সালে বাংলাদেশের আন্দোলনকে গোটা পৃথিবী সমর্থন করেছিল; আজকে সেই একইভাবে গোটা পৃথিবী বাংলাদেশের আন্দোলনকে সমর্থন করছে। এটা তো পরিষ্কার হয়ে গেছে।'
এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার দলের চেয়ারপারসনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটি সদস্যরা। শুভেচ্ছা বিনিময় শেষে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার উপস্থিত গণমাধ্যমকর্মীদের বলেন, 'ঈদ উপলক্ষে আমাদের সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল। এই সৌজন্যমূলক সাক্ষাতে রাজনৈতিক বিশেষ কোনো আলাপ হয়নি।'
তিনি বলেন, 'শারীরিকভাবে আগের চেয়ে উন্নতি হয়েছে এটা বলা যায় না। ওনার চিকিৎসা আগে চিকিৎসকরা যেভাবে পরামর্শ দিয়েছিলেন সে রকমভাবেই আমরা দেখেছি; উনার চিকিৎসা বাইরে একান্তভাবে প্রয়োজন।'
'রাজনীতির প্রসঙ্গে ওনি ঢোকেননি বা রাজনীতির ব্যাপারে খুব বেশি আলাপ হয়নি। এর বেশি আসলে আমি বলতে চাই না বা বলার প্রয়োজন আছে বলে মনে করি না,' বলেন তিনি।
ঈদ উপলক্ষে দেশবাসীকে খালেদা জিয়া শুভেচ্ছা জানিয়েছেন—বলেন জমির উদ্দিন সরকার।
তিনি আরও বলেন, 'আমাদের কাছ থেকে শুনলেন দেশবাসী সম্বন্ধে যে; দেশবাসী আশা করে ওনি ভালো চিকিৎসা পাবেন এবং প্রয়োজন বোধে বিদেশে গিয়ে ভালো চিকিৎসা করিয়ে ওনি আসবেন। দেশবাসী চায় ওনার স্বাস্থ্য ঠিক থাকুক এবং স্বাস্থ্য ঠিক হলে ওনি রাজনীতি করবেন।'
Comments